
সবাইকে আবারো নতুন বর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। ২০২২ যেন সফলতা বয়ে আনে সেই কামনা করি। নতুন বছরে কি সিনেমা নিয়ে রিভিউ লেখা যায় সেটা নিয়ে অনেক্ষণ ধরে চিন্তা-ভাবনা করছিলাম। পরে ভাবলাম আমার দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সিনেমা হলো হীরক রাজার দেশে, এই সিনেমা নিয়ে লেখা হয়নি তাই এই সিনেমা নিয়েই রিভিউ লিখবো।
এমন কাউকে কি খুঁজে পাওয়া যাবে যে সত্যজিৎ রায়ের এই অসাধারণ সিনেমা দেখেননি? আমারতো মনে হয় না। আর আপনারা কি ভাবছেন এই সিনেমা আমি এখন দেখেছি? সেটা মোটেও নয়। আমি সেই ১৯৮৭ সালে প্রথমবার এই সিনেমাটি দেখি। তখনতো সিনেমা দেখা যেতো ভিসিআর ক্যাসেটে। সেইবার যে দেখলাম এরপর বহুবার দেখা হয়েছে চমৎকার এই সিনেমা।

তপেন চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ, উৎপল দত্তের মতো বাঘা বাঘা সব অভিনেতারা এই সিনেমায় রয়েছেন। সিনেমার কাহীনি এতটাই বাস্তবসম্মত যা কিনা যেকোনো যুগের সাথে তাল মিলাতে পারে। সিনেমায় দেখা যায় এক অত্যাচারী রাজা যে কিনা জুলুম করে তার দেশের জনগনকে তার কিভাবে পতন হলো।
১৯৮০ সালে রিলিজড হওয়া গোপি গাইন, বাঘা বাইন চরিত্রে তপেন চ্যাটার্জি, রবি ঘোষকে দেখা যায় যাদের অভিনয় ছিল এক কথায় দেখার মতো। কাহীনিটা নিয়ে বিস্তারিত আলাপ করতে চাইনা কারণ আমি মোটামুটি ধরেই নিচ্ছি যারাই এই ব্লগটা পড়বে তারা সকলেই সিনেমাটি দেখেছেন।
সিনেমাটির সংলাপ থেকে শুরু করে, ডিরেক্শন, গান-বাজনা, অভিনেতাদের অভিনয়, লোকেশন সব কিছুই ছিল নিখুঁত। ১০/১০ পাবার মতো একটি সিনেমা এটি।

সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


