
War of the Worlds সিনেমাটি আমার দেখা মতে সেরা সাইন্স ফিকশন সিনেমার মধ্যে একটি। পরিচালকদের মধ্যে সেরা পরিচালক Steven Spielberg-এর পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছে টম ক্রুজ, টিম রবিন্স সহ প্রমুখ। Steven Spielberg এর সিনেমা নিয়ে কি কারো কোনো সন্দেহ থাকে? ধরেই নেওয়া যায় তার সিনেমা হবে অসাধারণ, চমৎকার।
সিনেমাটি নির্মিত হয়েছে ১৮৯৮ সনে প্রকাশিত হওয়া H. G. Wells-এর উপন্যাশ War of the Worlds এর অবলম্বনে। Spielberg-এর পরিচালনা, চিত্রনাট্ট, এ্যাকশন, ভিজুয়াল এ্যাফেক্ট ছিল দেখার মতো যার কারণে সে খুব নাম কুড়িয়েছিলেন। ২০০৫ এর সেরা সিনেমাগুলোর মধ্যে এই সিনেমার অবস্থান ছিল চতুর্থ।

সিনেমাটিতে দেখানো হয় আমাদের পৃথিবী বহির্বিশ্বের এ্যালিয়েনদের দ্বারা আক্রান্ত। তারা বিজ্ঞানের দিক থেকে আমাদের থেকে অনেক দূর এগিয়ে। তাদের মূল কাজ হলো পুরো পৃথিবী তাদের দকলে নিয়ে নেওয়া। তারা মানুষদের ধরে ধরে মরে ফেলে আর মানুষের রক্ত সংগ্রহ করে। তারা সেই রক্ত তাদের নিজেদের চাষাবাদের কাজে লাগায়। তাদের শক্তির কাছে কেউই পাত্তা পায় না।
বিশ্ববাসী কি তাহলে এই এ্যালিয়েনদের কাছে পরাজিত হবে? নাকি আমাদের পৃথিবীর আবহাওয়াই আমাদেরকে বাঁচাবে? আপনারা কারা কারা সিনেমাটি দেখেছেন? আমি কিন্তু ১--২বার নয় বেশ কয়েকবার দেখেছি এই সিনেমা।
আমি ৯/১০ দেব।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


