
অবশেষে অস্কার অনুষ্ঠিত হয়ে গেলো এবং উপস্থাপক ও কমেডিয়ান ক্রিস রকের থাপ্পড় খাওয়াও হয়ে গেলো। সবাই জানতাম অস্কার হবে এবং কারা কারা অস্কার জিততে পারে সেটাও ধারনা করেছিলাম কিন্তু অনাকাঙ্খিতভাবে যে ক্রিস রকের থাপ্পড় খাওয়া হবে সেটা অবশ্যই কেউ আশা করেনি। উইল স্মীথের স্ত্রীকে নিয়ে জোকস করায় উইল স্মীথ তার বসার জায়গা থেকে উঠে গিয়ে রককে কোষে থাপ্পড় মারে যেটা এখন একটি ভাইরাল ভিডিও। যারা সেই সময় লাইভ থাপ্পড় মারা দেখতে পারেনি তারা এখন যখন তখন ইউটিউবে, টিকটকে, ফেসবুকে সেই ভিডিও দেখতে পারছে। সবাই ক্রিস রককে দোষারোপ করছে। সবাই বলছে পারসোনালি জোকস করাটা ঠিক হয়নি। তবে সবার এটাও বুঝা উচিত যে উইল স্মীথেরও উচিত হয়নি কোটি কোটি দর্শকদের সামনে থাপ্পড় মারা এবং "ফাকিং" শব্দটি ব্যবহার করা। অনেক শিশু বা টিনেজার অনুষ্ঠানটি দেখেছে তাদের কথা মাথায় রাখা উচিত ছিল।
যাই হোক, এবারের অস্কারের আগেই আমার অনেক সিনেমা দেখা হয়ে গিয়েছিল। ভেবেছিলাম অস্কারের আগেই প্রতিটা সিনেমা নিয়ে রিভিউ লিখবো কিন্তু শেষমেষ আর হয়ে উঠেনি। তবে রিভিউ আমি লিখবো ইনশাআল্লাহ। আর আমি একেবারেই নিশ্চিত ছিলাম যে CODA সিনেমাটি সেরা ছবিতে অস্কার পাবে আর ঠিক সেটাই হয়েছে। সিনেমাটি খুবই চমৎকার, না দেখলে কেউ বুঝবেনা। CODA সিনেমার পাশাপাশি অন্যান্য যেসব সিনেমা নমিনেটেড হয়েছিল সেগুলো সবই দেখা হয়েছে তবে CODA-কে হারাবার মতো কোনোটাই ছিল না। ছোট্ট একটি পরিবারকে ঘিরে সিনেমাটা বানানো। পরিবারের ছোট্ট মেয়েটি ছাড়া বাবা, মা ও বড় ভাই সবাই বাক প্রতিবন্ধী। তাদেরকে নিয়েই ছবিটি তৈরী।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




