somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আব্দুল্লাহ্ আল মামুন
আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

I pay, নতুন ইন্টারনেট ব্যাংকিং, খুলে জিতে নিন অনেক অফার, বোনাস, আর ছাড়,

২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




NID কার্ড যাদের আছে একাউন্ট খুলে বোনাস নিন ১০০ পার্সেন্ট পাবেন।।।


কেমমন আছেন বন্ধুরা?
অফারটির নিতে ১ দিন বাকি।
এটা ৩০ নভেম্ববর পর্যন্ত চলবে।
১০০% টাকা পবেন যদি আপনার আইডি কার্ড তাকে।


চলুন শুরু করি ipay তে account খুলে এবং অন্যকে খুলে দিয়ে আয়, নিজে খুললেই ৫০ টাকা অন্যকে খুলে দিলে আরও ৫০ টাকা, যতখুশি ততবার।
যারা ipay সম্পর্কে জানেন না শুধু তাদের জন্য, ,
১/ ipay তে সেন্টমানি করা একদম ফ্রি কোন চার্জ লাগে না।





২/ipay তে ক্যাশ আউট করা একদম ফ্রি কোন চার্জ লাগে না।
৩/পেমেন্ট করলে ক্যাশবেক পাবেন প্রতিটি পেমেন্টে।
ক্যাশ আউট চার্জ বিকাশ & রকেটে ১৮.৫০ টাকা করে চার্জ লাগে।
এবার আপনি চিন্তা করুন ipay খারাপ নাকি ভালো।
*আইপে হল বাংলাদেশের প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনি পরিচিত আইপে সদস্যদের সাথে আর্থিক লেনদেন করতে পারবেন, পণ্য/সেবা ক্রয় করতে পারবেন, ইউটিলিটি বিল পরিশোধ (প্রস্তাবিত) এবং অন্যান্য় অনলাইন পেমেন্টগুলো করতে পারবেন। এছাড়াও আপনি আপনার মোবাইল নাম্বারে টপ-আপ করতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে নিচের লেখা ধাপ গুলো অনুসরণ করুন(টাকা পাবেন গ্যারেন্টেট এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়)। Pay Bangladesh অ্যাপসটি ডাউনলোড করে Promo কোডের জায়গায় কোড লিখে অ্যাকাউন্ট খুললেই 50 টাকা বোনাস অতপর প্রতি রেফারে পাবেন ৫০ টাকা! আপনাকে যা যা করতে হবেঃ- নিচের ছবিতে কোডটি আছে।।।
ধাপ-১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন; Size (13MB) Play Store এর যান





সার্চ করুন টেকটিউনস জুড়ে..
জ্যাকেট
ডেস্ক
ল্যান্সার
ইভেন্ট
ADs
Home
জোসস
ট্রেন্ডিং
হট
টপ
ডিসকভার
ADs by Techtunes tAds

NID কার্ড যাদের আছে একাউন্ট খুলে বোনাস নিন ১০০ পার্সেন্ট পাবেন
টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত

Newbie
তনময় খাঁন

কেমমন আছেন বন্ধুরা?
অফারটির নিতে ৩ দিন বাকি।
এটা ৩০ নভেম্ববর পর্যন্ত চলবে।
১০০% টাকা পবেন যদি আপনার আইডি কার্ড তাকে।

চলুন শুরু করি ipay তে account খুলে এবং অন্যকে খুলে দিয়ে আয়, নিজে খুললেই ৫০ টাকা অন্যকে খুলে দিলে আরও ৫০ টাকা, যতখুশি ততবার।
যারা ipay সম্পর্কে জানেন না শুধু তাদের জন্য, ,
১/ ipay তে সেন্টমানি করা একদম ফ্রি কোন চার্জ লাগে না।

ADs by Techtunes tAds
২/ipay তে ক্যাশ আউট করা একদম ফ্রি কোন চার্জ লাগে না।
৩/পেমেন্ট করলে ক্যাশবেক পাবেন প্রতিটি পেমেন্টে।
ক্যাশ আউট চার্জ বিকাশ & রকেটে ১৮.৫০ টাকা করে চার্জ লাগে।
এবার আপনি চিন্তা করুন ipay খারাপ নাকি ভালো।
*আইপে হল বাংলাদেশের প্রথম অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনি পরিচিত আইপে সদস্যদের সাথে আর্থিক লেনদেন করতে পারবেন, পণ্য/সেবা ক্রয় করতে পারবেন, ইউটিলিটি বিল পরিশোধ (প্রস্তাবিত) এবং অন্যান্য় অনলাইন পেমেন্টগুলো করতে পারবেন। এছাড়াও আপনি আপনার মোবাইল নাম্বারে টপ-আপ করতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে নিচের লেখা ধাপ গুলো অনুসরণ করুন(টাকা পাবেন গ্যারেন্টেট এটা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক পরিচালিত হয়)। Pay Bangladesh অ্যাপসটি ডাউনলোড করে Promo কোডের জায়গায় 6Y7RYO লিখে অ্যাকাউন্ট খুললেই 50 টাকা বোনাস অতপর প্রতি রেফারে পাবেন ৫০ টাকা! আপনাকে যা যা করতে হবেঃ-
ধাপ-১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন; Size (13MB) Play Store এর যান অতপর install করুন ধাপ-২. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে open করে sign up লিখায় ক্লিক করুন। ধাপ-৩. তারপরের পেজে personal account লিখায় ক্লিক করুন। ধাপ-৪. তারপরের পেজে i. Full Name এর জায়গায় NID কার্ডে যে নাম দেয়া আছে সেই নামটা হুবহু দিবেন, ii. Mobile Number এর জায়গায় একটা মোবাইল নাম্বার দিবেন(পারলে যে NID ব্যবহার করবেন ওই NID দিয়ে রেজিস্ট্রেশনকৃত কোন নাম্বার বা যে নাম্বার দিয়ে FB অ্যাকাউন্ট খুলা আছে আপনার নামে সেটা দিবেন এতে তারাতারি ভেরিফাই হবে কারন ওরা অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় এ সকল তথ্য যাচাই করে), iii. Password এর জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন যেমনঃ- Tasnim2266 iv. Confirm Password এর জায়গায় মাত্র দেয়া পাসওয়ার্ডটা হুবহু আবার দিবেন, v. Date of Birth এর জায়গায় NID Card এ যে জন্ম তারিখ আছে সেটা দেবেন, vi. Promo / Invitation code এর জায়গায় ছবির দেয়া কোড দিন।




কোডটি হুবহু যেভাবে আছে সেভাবে দিবেন কেননা Promo/Invitation কোড ব্যাতিত আপনি কোন টাকা পাবেন না অথবা শুধুমাত্র ১০ টাকা পাবেন এবং, Promo Code দেয়া প্রয়োজনীয়।।।


এখন continue লিখায় ক্লিক করুন। (এবার যদি পিন কোড চাই তাইলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে আসা 6 ডিজিটের authentication code টি দিন) ধাপ-৫. পরের পেজে Select Photo তে ক্লিক করুন যার NID দিবেন তার একটি ছবি তুলে সাবমিট করবেন। একটি স্পষ্ট ছবি দেওয়ার চেস্টা করবেন এতে তারাতারি ভেরিফাই হবে, (ছবি থেকে ছবি তুলে দিলে হবে না। )এখন confirm photo তে ক্লিক করুন। ধাপ-৬. অতঃপর আসা পেজে National ID লেখায় ক্লিক করুন।







কোড টি হল







iPay Bangladesh (ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট) অ্যন্ড্রয়েট অ্যাপসটি ডাউনলোড করে Promo কোডের জায়গায় 385C7Jলিখে অ্যাকাউন্ট খুললেই 50 টাকা বোনাস,থাকছে বহুবার ৫০ টাকা করে নেওয়ার সুযোগ(এই টাকা দিয়ে মোবাইল রিচার্জ,অনলাইনে কেনাকাটা এবং উত্তোলনও করতে পারবেন)।
এজন্য একটি NID(ভোটার আইডি)কার্ড প্রয়োজন।
আপনাকে যা যা করতে হবেঃ-
ধাপ-১. প্রথমে Play Store এ গিয়ে iPay Bangladesh লিখে সার্চ দিয়ে অ্যাপসটি খোঁজে ডাউনলোড করুন (অথবা আপনার সুবিদা জনক website থেকে iPay Bangladesh অ্যাপটি ডাউনলোড করুন) আর আপনি চাইলে আমার Facebook আইডি থেকেও apps টি ডাউনলোড করতে পারেন ওখানে ডাউনলোড লিংক দেওয়া আছে)
অতপর install করুন
ধাপ-২. অ্যাপটি ইনস্টল হয়ে গেলে open করে sign up লিখায় ক্লিক করুন।
ধাপ-৩. তারপরের পেজে personal account লিখায় ক্লিক করুন।
ধাপ-৪. তারপরের পেজে
i. Full Name এর জায়গায় NID কার্ডে যে নাম দেয়া আছে সেই নামটা হুবহু দিবেন,
ii. Mobile Number এর জায়গায় একটা মোবাইল নাম্বার দিবেন(নাম্বারটা প্রথমের 0 ডিজিট টি বাদ দিয়ে লিখতে হবে),
iii. Password এর জায়গায় একটা পাসওয়ার্ড দিবেন যেমনঃ- mashrafe123,
iv. Confirm Password এর জায়গায় মাত্র দেয়া পাসওয়ার্ডটা হুবহু আবার দিবেন,
v. Date of Birth এর জায়গায় NID Card এ যে জন্ম তারিখ আছে সেটা দেবেন,
vi. Promo / Invitation code এর জায়গায় 385V7J লিখুন (আপনি অবশ্যই 385V7J
কোডটি হুবহু যেভাবে আছে সেভাবে দিবেন কেননা Promo/Invitation কোড ব্যাতিত আপনি কোন টাকা পাবেন না অথবা শুধুমাত্র ১০ টাকা পাবেন এবং iPay-Bangladesh এর Promo Code হচ্ছেঃ 385V7J
এখন continue লিখায় ক্লিক করুন।
(এবার যদি পিন কোড চাই তাইলে আপনার দেওয়া মোবাইল নাম্বারে আসা 6 ডিজিটের authentication code টি দিন)
ধাপ-৫. পরের পেজে Select Photo তে ক্লিক করুন
এখন আসা pop up window এর select from gallery তে ক্লিক করে Gallery তে গিয়ে যার NID দিবেন তার
একটি স্পষ্ট ছবি তে ক্লিক করুন(ছবি না থাকলে একটি তুলে নিন, একটি স্মার্ট এবং স্পট চেহারার ছবি দেওয়ার চেস্টা করবেন এতে তারাতারি ভেরিফাই হবে।)এখন confirm photo তে ক্লিক করুন।
ধাপ-৬. অতঃপর আসা পেজে National ID লেখায় ক্লিক করুন।
ধাপ-৭. এখন আসা পেজে আবার
i. National ID লেখায় ক্লিক করে NID কার্ডের নাম্বারটা দিন,
ii . upload first/front page এর পাশে choose file এ ক্লিক করে আগের ছবি দেয়া মত Gallery থেকে NID card এর সামনের ছবি select করুন,
iii. এখন আবার নিচে আসা upload second/back page এর পাশে choose file এ ক্লিক করে NID card এর পিছনের ছবি select করুন।
iv. এখন upload document এ ক্লিক করুন।
ধাপ-৮. অতপর আসা পেজে ADD BASIC INFO তে ক্লিক করুন।
ধাপ-৯. এখন আসা পেজে আপনার ঠিকানা(NID কার্ডের পিছনে যে ঠিকানা লিখা আছে),পেশা লিখে DONE এ ক্লিক করুন।
ধাপ-১০. পরের পেজে skip লিখায় ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল আপনার iPay account।
এখন অপেক্ষা করুন আপনার account টি verify হওয়া সাথে সাথে পেয়ে যাবেন 50 টাকা বোনাস।(verify হতে কয়েক কর্ম দিবস সময় লাগতে পারে)
মজার ব্যাপার হল আপনার account টি খুলার সাথে সাথে আপনি একটি রেফার কোড পাবেন।যে কোড দ্বারা অন্য কেউ অর্থাৎ আপনার কোন বন্ধু-বান্ধব রেজিস্টেশন করলে ওর আইডিটি verified হওয়া পর ও নিজেও ৫০ টাকা পাবে এবং আপনিও আরও ৫০ টাকা পাবেন এভাবে যত ইচ্ছা ততবার নিতে পারবেন।(দ্রুত verify হতে আপনি অ্যাপের ভিতরে ঢুকে Email,পিতা-মাতার নাম,অন্যান্য তথ্য Add করতে পারেন আর অবশ্যই সকল তথ্য সঠিক দিবেন)
Offer টি চলবে ৩১ ডিসেম্বর,২০১৮ পর্যন্ত,,,,
ধন্যবাদ।।।
অবশ্যই রেফার কোড 385V7J দিবেন,, না দিলে বোনাস টাকা টা পাবেন না। 385V7J
ইউজ করে একাউন্ট খুলুন আর বোনাস নিন।



সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬
১১টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে...

লিখেছেন খায়রুল আহসান, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯

ছিঁচকাঁদুনে ছেলে আর চোখ মোছানো মেয়ে,
পড়তো তারা প্লে গ্রুপে এক প্রিপারেটরি স্কুলে।
রোজ সকালে মা তাদের বিছানা থেকে তুলে,
টেনে টুনে রেডি করাতেন মহা হুলস্থূলে।

মেয়ের মুখে থাকতো হাসি, ছেলের চোখে... ...বাকিটুকু পড়ুন

অহমিকা পাগলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৪


এক আবেগ অনুভূতি আর
উপলব্ধির গন্ধ নিলো না
কি পাষাণ ধর্মলয় মানুষ;
আশপাশ কবর দেখে না
কি মাটির প্রণয় ভাবে না-
এই হলো বাস্তবতা আর
আবেগ, তাই না শুধু বাতাস
গায়ে লাগে না, মন জুড়ায় না;
বলো... ...বাকিটুকু পড়ুন

হার জিত চ্যাপ্টার ৩০

লিখেছেন স্প্যানকড, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৩৩




তোমার হুটহাট
চলে আসার অপেক্ষায় থাকি
কি যে এক ছটফটানি
তোমার ফিরে আসা
যেন প্রিয় কারো সনে
কোথাও ঘুরতে যাবার মতো আনন্দ
বারবার ঘড়ি দেখা
বারবার অস্থির হতে হতে
ঘুম ছুটে... ...বাকিটুকু পড়ুন

জীবনাস্ত

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৪



ভোরবেলা তুমি নিশ্চুপ হয়ে গেলে একদম,
তোমার বাম হাত আমার গলায় পেঁচিয়ে নেই,
ভাবলাম,তুমি অতিনিদ্রায় আচ্ছন্ন ,
কিন্তু এমন তো কখনো হয়নি
তুমি বরফ জমা নিথর হয়ে আছ ,
আমি... ...বাকিটুকু পড়ুন

যে দেশে সকাল শুরু হয় দুর্ঘটনার খবর দেখে

লিখেছেন এম ডি মুসা, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:১১

প্রতি মিনিটে দুর্ঘটনার খবর দেখে অভ্যস্ত। প্রতিনিয়ত বন্যা জলোচ্ছ্বাস আসে না, প্রতিনিয়ত দুর্ঘটনার খবর আসে। আগে খুব ভোরে হকার এসে বাসায় পত্রিকা দিয়ে যেত। বর্তমানেও প্রচলিত আছে তবে... ...বাকিটুকু পড়ুন

×