চাকমা রাজা ত্রিদিব রায় যে কিনা ১৯৭১ সালে রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন বুঝতে পারলেন যে পাকিস্তানীদের পরাজয় অনিবার্য, তখন নভেম্বর মাসে মায়ানমার হয়ে পালিয়ে গেলেন পাকিস্তানে। তারপর থেকে নিবিরভাবে বাংলাদেশ বিরোধী কর্মকান্ডে লিপ্ত ছিলেন গত ১৭ তারিখ মরার আগ পর্যন্ত।
আর তার লাশ নাকি সরকার স্যালুট জানিয়ে সমাহিত করবে রাঙ্গামাটিতে!!
মারা গেল ইসলামাবাদে আর সন্মান দিবে হাসিনা! তাও চিন্হিত রাজাকারকে!!
বেঁচে থাকতে কোনদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করেননি যে লোক তারে হাসিনা এত মোহাব্বত কেন করতেছে বুঝি নাই। নাকি ভোটের সময় কাছাকাছি আসছে সেই হিসাব ??
গো আজম'রা এইবার ইস্যু খুঁইজা পাইলো বুঝি!!!
আওয়ামিলীগ যে রাজাকারের বিচার করবেনা তার হিসাব সোজা এখন আরো। সাবাশ হাসিনা!!
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


