বি এন পি'র নেতা এবং বীর মুক্তিযুদ্ধা সাদেক হোসেন খোকা
কার্যত দলীয় অবস্থানের বিপরীতে গিয়ে শাহবাগের আন্দোলনকারীদের সম্মান জানিয়েছেন বিএনপির সহসভাপতি সাদেক হোসেন খোকা।
তিনি শনিবার নয়া পল্টনে এক সমাবেশে বলেন, “শাহবাগে তরুণদের আহবানে সমাবেশ চলছে। সেখানে তারা বিভিন্ন দাবি তুলেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে আমরা তাদের আবেগের প্রতি সম্মান করি।”
মুক্তিযোদ্ধা খোকার এই বক্তব্যের সময় মুহুর্মুহু করতালি দিতে থাকে সমবেত কর্মীরা।
শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশের উদ্যোক্তাদের নির্দলীয় সরকারের দাবিও তোলার আহ্বান জানান সাদেক হোসেন খোকা।
“যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে নির্দলীয় সরকারের দাবিটিও সম্পৃক্ত করার জন্য আমি তাদের প্রতি বিনীত আহবান জানাচ্ছি।”
দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেও শাহবাগের তরুণদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা।
তিনি আরো বলেন, “একজন তরুণ বিশ্বজিত দাস কীভাবে হত্যা হয়েছে, তার বিরুদ্ধে ওই সমাবেশে কথা বলতে হবে।
“শেখ হাসিনা একদলীয় নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, এর বিরুদ্ধে দেশবাসীর সঙ্গে তরুণদেরও সোচ্চার হতে হবে।”
লিংক
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


