মানব জীবনের দু’টি স্তর- একটি ইহলৌকিক, অপরটি পারলৌকিক। ইহলোক ক্ষনস্থায়ী, আর পারলোক জীবন অনন্তকালের। মনে রাখেত হবে, মানুষের জীবনের ইহলৌকিক পরিণতি হচ্ছে মৃত্যু বা পরলোক গমন। এই পরেলাকই দুনিয়ার জীবনে এয যা করে এগেছ তার চুলচেরা হিসাব নিকাশ দিতে হবে। আমোদ-প্রমোদ ভোগবিলাস, সুখ-শান্তিতে আত্নহারা হেয় এ দুনিয়ায় থাকছি খাচ্ছি ও সব কিছু মনের মতো উপভোগ করছি। সে তুলুনায় মূল যে জায়গায় অনন্তকাল ধরে থাকতে হবে। তার কথা কতটা ভাবছি। শুধু দুনিয়ার ভোগ বিলাস মজায় জমায় দিন পর করে দিচ্ছি। দুনিয়া হল আখেরাতের শষ্য ক্ষেত্র, দুনিয়াতে যে কাজ করবে তার ফলাফল আখেরাতে দেয়া হবে। প্রত্যেক বিশ্বাসী মানুষ মৃত্যুর কথা অর্থাৎ পরকালের কথা চিন্তা চেতনা ও অন্তরে জাগরূক থাকা দরকার এবং এটাই সত্যিকারের নেকবান্দা বা পুণ্যবানের কাজ। শুধু তাই নয় সত্যিকারের নেকবান্দা বা পুণ্যবানের কাজ। শুধু তাই নয় সত্যিকার আল্লাহভীরুতা এ দুনিয়ার প্রতিটি কর্মক্ষেতে আখেরাতের সংগ্রহ আমলে ছালেহ করায় লিপ্ত থাকে। এসব সৎ ও নেক মানুষ সত্যিকার জ্ঞানী ও বুদ্ধিবাম। এ সম্পের্ক আল্লাহর রাসূল সাঃ বলেছেন, যে বা যারা স্বীয় কামনা বাসনা ও স্বীয় নফসেক বশীভূত করেত সমর্থ হয়েছে এবং ইহজীবন থেকে পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহে ব্যাপৃত রয়েছেন, তারাই সত্যিকার ঈমানদার ও বুদ্ধিমান। এ কথা সত্রি এয যও বা যারা বেশি সময় আখেরাত বা পরকালের চিন্তায় থাকে, এস কখনো ইহজীবনে অপকর্মে লিপ্ত হতে পারে না, অন্যায় ও অবিচারে লিপ্ত হতে পারে না। আর যারা পরকালীন জীবনকে আবহেলা করে অহেতুক ভেআগ বিলাসে নিমজ্জিত থাকে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেনম, যে বা যারা আলেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে আপন করে নেয় এবং সীমাতিরিক্ত ভালবাসে, আল্লাহর পথ এড়িয়ে চলে, জটিলতা খুঁজে ফেরে- তারাই সেই দল, যারা প্রতিনিয়ত গোমরাহি ও পথভ্রষ্টের আবর্তে ঘুরপাক খাচ্ছে। এ সম্পর্কে হজরত রাসূল সাঃ বলেছেন, তোমরা অধিক ভোগবিলাস থেকে বিরত থাকো। আর বেশি বেশি পরকালের চিন্তা করো। আফসোস ! আল্লাহ ও রাসূল সাঃ এর পরলোক সম্পের্ক বারবার হুঁশিয়ারি থাকা সত্ত্বেও আমাদের পার্থিব জগতের মায়াজালে পড়ে ঘরসংসার, পরিবার-পরিজন, অর্থ, সম্পদ এবং বাহদুরিতে বিভোর থাকি। শুধু তাই নয় আমাদের জীবনের আধিককাল সময় দুনিয়ায় বেঁচে থাকার ঐকান্তিক ইচ্ছা এবং এর জন্য নানা ধরনের কসরত করি, দেখুনতো আল্লাহপাক এ সম্পর্কে কী বলেন, আমার বান্দাদের অনেকেই এমন আশা করবে যে হায় কী মজাই হতো, তাদের আয়ু (হায়াত) যদি হাজার বছর হতো। আল্লাহর রাসূল সাঃ বলেছেন, এ সম্পর্কে আমি দুটো জিনিসকে ভয় করি। একটি হলেআ স্বীয় আশা-আকাঙক্ষা পূরণে পাগলপারা থাকা শুধু নয়, দীর্ঘকাল বেঁচে থাকার র্ব্যথ অভিলাষ।
আলোচিত ব্লগ
আমি আর এমন কে

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই মাস থেকে যেই হত্যাকান্ড শুরু হয়েছে, ইহা কয়েক বছর চলবে।

সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী... ...বাকিটুকু পড়ুন
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।