কখনই ভাবিনি তুমাকে নিয়ে লিখব . কেমন আচ তুমি? ধুর কেন আস্ক করছি এটা, আমার তো জানা কথা তুমি তো ভালো থাকার জন্য এ আমাকে ছেড়ে চলে গেস. সেলফিশ তুমি খালি নিজের শুকের কথা চিন্তা করে চলে গেলে একবার ও কি আমার কথা তা চিন্তা করার দরকার মনে করলা না? একন ধুর থেকে নিজে সুখে থেকে আমাকে ডেকচ তাই নাহ, আমি ও অনক সুখে আছি , হমমমম বুজলা.
তুমাকে কে তো অনে ক গোল কথা বলা হয়নি. আজ বলি, আমরা অনেক যত্ন করে যে তরী গোল লাঘিয়েচিলাম সেগল এখন অনেক বড় হয়েচে. আমি রেসেন্ত্লি বাড়িতে গিয়ে দেখে এসেছি. কি সুন্দর আর বড় হয়েছে. ওই যে লিচু ঘাস গোল অগল এখন অনক লিচু দরে কিন্ত খেতে মজা পাই নাহ .
বাড়িটা এখনো আগের মতই এ আছে, যদিও নিউ একটা বাড়ি হয়েছে বুট এখনো আগের মতই রয়েছে আগের বাড়িটা যেখাতে টুমর হাত-চলা , গুছানো জিনিস পত্র ,আমাকে শাসন করা, রান্নাঘর.
একন আগের চেয়ে অনক শান্ত হয়ে গেসি কেও শাসন করে নহ বলে দুষ্টমি করে আগের মত মজা পাই নাহ. কি হয় মাজে মাজে একট শাসন করলে. তুমার কি মনে আছে তুমার বার্থডে তে হাটতে হাটতে অনক দুরে নিয়ে গিয়েছিলাম, আসলে বুজতে পারনি , হাটতে হাটতে ক্লান্ত হয়ে তুমার সে কি রাগ, সরি আমি তখন বুজতে পারনি বুট সত্যি বলছি আমি যদি তখন জানতাম এতা ই হবে তুমার আমর শেষ লং পথচলা তাহলে আমি khokoni এ পথচলা বন্ড করতাম নাহ. পাছে যদি তুমি হারিয়ে যাও এ ভয়ে.
আমার চোখে এখনো ভাসে যেদিন আমি তুমাকে ফেলে ctg চলে আসলাম র তুমি আমাকে অ shormoy চকে আমাকে বিদায় জানালে, যদি তখন তুমার কষ্ট তা বুজতাম তাহলে তুমার সাথে এ আসতাম .
কেও বলে নাহ ফিস কি আমি শুকনো খাব নাকি তরকারিতে, জক্ক্ফ্রুইত ভেঙ্গে কাও অপেক্ষা করে নহ ককন আমর ঘুম ভাঙবে র আমি খাব.
দেখো এখন সব এ হয়েছে তারপর ও মনে হয় কিসু এ হয় নি . খুব ফাকা ফাকা লাগে.
জানি তুমি খকনি এ ফিরে আসবে নাহ, একটাই req ছিল আমাকে akto তুমার কাসে নিয়ে যাও নাহ. promise করছি কোনো দুষ্টমি করব নাহ. জাস্ট তুমার বুকে মাথা রেখে অক্ত ঘুম দিব , কতদিন এমন শান্তির ঘুম দেয়া হয় নি.
একন আমি অনক বড় হয়ে গেসি r পিচ্ছ্দের মত khadi নাহ বলতে পর তবু কেন কেও আমর মাথায় হাথ বুলিয়ে ঘুম পরিয়ে দেয় নাহ.
একন একানে আমি সব এ পাই. তবুও যেন কিসু খুঁজে বেড়ায় but সেটা কখনো পাই নাহ. পাই নাহ তুমার আদর, স্নেহ র নিচিন্তে মাথা লুখোনুর জায়ঘা. যেখানটায় এসে তুমাকে কখনই যা বলা হয়নি সে কথা তা বলব, " মা তুমাকে আমি অনেক ভালবাসি, অনেক মিস করি, কেন চলে গেলে আমাকে ফেলে এত্ত তারাতারি. র কিসুদিন থাকলে কি খুব কষ্ট হত তুমার?আমি তো লক্ষী হয়ে যেতাম, র কিসুদিন অপএka করতে"
ভালো থেক মা. ভালোবাসর sobtoko তুমাকে গিরে মা যা তুমাকে khokono এ বলা হয়নি. .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




