somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জবিতে বেদখলকৃত হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যেগে বেদখলকৃত হল উদ্ধারের দাবীতে স্বতস্ফুর্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ আলাদা আলাদা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এছাড়া বিভিন্ন বিভাগ আলাদা আলাদা ব্যানার নিয়ে মানববন্ধনে যোগ দেয়।

মঙ্গলবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত চলে এই মানববন্ধন কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে প্রধান গেট পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে চেষ্টা করে আমরা একটি হলও উদ্ধার করতে পারি নি। যা অত্যন্ত কষ্টের বিষয়।’

তিনি আরো বলেন, ‘২৫ হাজার ছাত্র-ছাত্রীর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটিও আবাসিক হল নেই। এক সময় হলগুলো আমাদের দখলে ছিল। আমরা হলগুলো পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। সরকারের সর্বোচ্চ মহলের সক্রিয় সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে হলগুলো উদ্ধার করা সম্ভব নয়। এ কর্মসূচীর মাধ্যমে আমরা সরকারকে অবহিত করতে চায় যে, হলগুলো উদ্ধারের দাবী ছাত্র-ছাত্রী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবার প্রাণের দাবী।।’ দাবি আদায়ের লক্ষ্যে আলাপ আলোচনার মাধ্যমে আমরণ অনশনসহ অন্যান্য ধারাবাহিক কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি ।

এসময় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, হল উদ্ধার কমিটির আহ্বায়ক অধ্যাপক এসএম আনোয়ারা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ছাত্রদল, ছাত্রলীগ জবি শাখার নেতৃবৃন্দ।

এদিকে মানববন্ধর কর্মসূচি শেষে দুপর দেড়টার দিকে সাধারণ শিক্ষার্থীরা একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাসের মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় বলে জানাগেছে। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. অশোক কুমার শাহা’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এসময় পুলিশ একজন বহিরাগতকে গ্রেফতার করে।

সূত্র জানিয়েছে, হৃদয় নামের ওই বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে লাঞ্ছিত করার চেষ্টা করে। এ ব্যাপারে কোতয়ালী থানার উপপরিদর্শক মামুন হাসান বলেন, ‘সামান্য উত্তেজনা হলেও তেমন কিছু হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক বিলুপ্ত কলেজের সকল স্থাবর ও অবস্থার সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ ও সম্পদের পরিসংখ্যানপত্র তৈরী করা হয়। পরিসংখ্যান পত্রে বিলুপ্ত জগন্নাথ কলেজের দখলে ১২টি হল/হয়ের জায়গা ছিল। কিন্তু ১৯৮৫ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় জনসাধারণের সাথে আবাসিক হলগুলিতে অবস্থানরত ছাত্রদের সংঘর্ষের ফলে হলগুলি বেদখল হয়ে যায়।

বে-দখলকৃত সম্পত্তিগুলো উদ্ধারের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপের প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দখলে দুটি হল/হলের জায়গা ধুপখোলা মাঠ ও বাণীভবন (১ ঈশ্বরদাস লেন, ৩৫/৩৬ প্যারিদাস রোড, ঢাকা) রয়েছে। বে-দখলকৃত হলগুলো মধ্যে ড. হাবিবুর রহমান হল (৩৫, ৩৬, ৩৭ গোলাক পাল লেন, মালিটোলা, বংশাল, ঢাকা) অর্পিত সম্পত্তি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ইজারা/বরাদ্দ দেয়ার জন্য ঢাকার জেলা প্রশাসককে অনুরোধ করা হয়। শহীদ আজমল হোসেন হল/হলের জায়গা (১৬, ১৭ রমাকান্ত নন্দী লেন, পাটুয়াখালী, ঢাকা) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে দীর্ঘমেয়াদী ইজারা/বরাদ্দ দেয়ার জন্য সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় কর্র্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়।

অবশিষ্ট বে-দখলকৃত ৮টি হল/হলের জায়গা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে অধিগ্রহণের মাধ্যমে মালিকানা হস্তান্তর প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। হলগুলো হলো: শহীদ আনোয়ার শফিক হল (১নং শরৎচন্দ্র চক্রবর্তী রোড, মহৎটুলী, আরমানিটোলা, ঢাকা-৪০ কাঠা), শহীদ শাহাবুদ্দিন হল (৮২ ঝুলন বাড়ী লেন, বটতলা, তাঁতীবাজার, ঢাকা), তিব্বত হল (৮ ও ৯ জিএল পার্থ লেন, কামারটুরী, ওয়াইজঘাট, ঢাকা-১৮.৮৯ কাঠা), আব্দুর রহমান হল (৬, ৬/১ এসি রায় রোড, বটতলা, আরমানিটোলা, ঢাকা-২৫.৭৭ কাঠা), সাইদুর রহমান হল ও আব্দুর রউফ মজুমদার হল (১৬, ১৭ ও ২০ যদুনাথ বসাক লেন, ঢাকা- ২২.৯৭ কাঠা), বজলুর রহমান হল (২৬ মোগলটুলি (পুরাতন), মালিটোলা (নতুন), বংশাল, ঢাকা-৪.৪০ কাঠা), শহীদ নজরুল ইসলাম হল (৫/১, ২, ৩, ৪ ও ৬ গোপীমোহন বসাক লেন, টিপু সুলতান রোড, ঢাকা-১ বিঘা), পাটুয়াখালী কর্মচারী আবাস (২৬ পাটুয়াটুলি, ঢাকা)।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বেদখলে থাকা ১২টি হল উদ্ধারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে। এমনকি কয়েকবার সংর্ঘষের ঘটনাও ঘটে। কিন্তু আজ অবধি হল উদ্ধারের ব্যাপারে কোন অগ্রগতি লক্ষ করা যায়নি। উল্টো সাম্প্রতিক সময়ে সরকারের ভূমি মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের হল এক মুক্তিযোদ্ধার নামে লিজ দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

(ঢাকা/নিউজ বিএনএন ডটকম/এমএস/এমআর/১৩:১২ঘ.
View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খুন হয়ে বসে আছি সেই কবে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৭ ই মে, ২০২৪ রাত ২:৩১


আশেপাশের কেউই টের পাইনি
খুন হয়ে বসে আছি সেই কবে ।

প্রথমবার যখন খুন হলাম
সেই কি কষ্ট!
সেই কষ্ট একবারের জন্যও ভুলতে পারিনি এখনো।

ছয় বছর বয়সে মহল্লায় চড়ুইভাতি খেলতে গিয়ে প্রায় দ্বিগুন... ...বাকিটুকু পড়ুন

জাম গাছ (জামুন কা পেড়)

লিখেছেন সায়েমুজজ্জামান, ০৭ ই মে, ২০২৪ সকাল ৯:০৩

মূল: কৃষণ চন্দর
অনুবাদ: কাজী সায়েমুজ্জামান

গত রাতে ভয়াবহ ঝড় হয়েছে। সেই ঝড়ে সচিবালয়ের লনে একটি জাম গাছ পড়ে গেছে। সকালে মালী দেখলো এক লোক গাছের নিচে চাপা পড়ে আছে।

... ...বাকিটুকু পড়ুন

অনির্বাণ শিখা

লিখেছেন নীলসাধু, ০৭ ই মে, ২০২৪ দুপুর ১:৩১



রাত ন’টার মত বাজে। আমি কি যেন লিখছি হঠাৎ আমার মেজো মেয়ে ছুটতে ছুটতে এসে বলল, বাবা একজন খুব বিখ্যাত মানুষ তোমাকে টেলিফোন করেছেন।

আমি দেখলাম আমার মেয়ের মুখ উত্তেজনায়... ...বাকিটুকু পড়ুন

=ইয়াম্মি খুব টেস্ট=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই মে, ২০২৪ বিকাল ৪:১৪



©কাজী ফাতেমা ছবি
সবুজ আমের কুচি কুচি
কাঁচা লংকা সাথে
ঝালে ঝুলে, সাথে চিনি
কচলে নরম হাতে....

মিষ্টি ঝালের সংমিশ্রনে
ভর্তা কি কয় তারে!
খেলে পরে একবার, খেতে
ইচ্ছে বারে বারে।

ভর্তার আস্বাদ লাগলো জিভে
ইয়াম্মি খুব টেস্ট
গ্রীষ্মের... ...বাকিটুকু পড়ুন

এশিয়ান র‍্যাংকিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান !!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই মে, ২০২৪ রাত ৮:২০

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন' ২০২৪ সালে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এশিয়ার সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়।তালিকায় ভারতের ৪০, পাকিস্তানের ১২টি, মালয়েশিয়ার ১১টি বিশ্ববিদ্যালয়... ...বাকিটুকু পড়ুন

×