সুখ চোর
সারাজীবনের জমানো টুকরো টুকরো সুখগুলো
অবসর সময়ে বুক থেকে বের করে একটু ঘসামাজা করতে গেলেই
একটা দুইটা সুখ প্রায়ই চুরি হয়ে যায়।
ছোট্ট বেলার জ্যামিতি বক্স থেকে স্কেলটা হারালো একদিন,
নীল ঘুড়িটা কে যেনো ছিড়ে ফেললো,
সবুজ চোখ তোলা মার্বেলটা খুঁজেই পাচ্ছি না কয়েকদিন হলো,
শত সেলাই দেওয়া যত্ন করে রাখা বালকবেলার চামড়ার ফুটবলটার বাতাস... বাকিটুকু পড়ুন
