সবুজ মরুভূমি
কক্সবাজার জেলার চকোরিয়া, বান্দারবান জেলার লামা, আলীকদমসহ বিস্তীর্ণ অঞ্চল ভরামৌসুমে এখন আর ধান বা শস্যের গন্ধে মৌ মৌ করে না। অথচ একটা সময় ছিল এখানকার চিনে বাদাম, তরমুজ, ধান ও অন্যান্য শস্যাদি স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিকিকিনি হত আর মানুষের খাদ্যের চাহিদা মিটত। কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে পরিবেশ বিধ্বংসী আগ্রাসী তামাক বন। তামাকের উৎকট ঝাঁঝাঁলো গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে এখানকার পরিবেশ। বিস্তীর্ণ অঞ্চল আপাত দৃষ্টিতে সবুজের চাদরে মোড়ানো অসীম উদ্যান মনে হলেও এসব নেহায়েত সবুজ মরুভূমি ছাড়া কিছুই নয়। গত ১৫-২০ বছরে এসব অঞ্চলে তামাক চাষের প্রবণতা এমন ভয়াবহ অবস্থায় পৌছেছে যে, এসব সবুজ মরুদ্যান সংলগ্ন পরিবেশ, মাটি, পাহাড়, নদী, বায়ু, প্রাণীকুল, তাদের নিজস্ব বৈচিত্র হারিয়ে ফেলছে। অতিরিক্ত আয়ের লোভে পড়ে স্থানীয় লোকজন না জেনে না বুঝে এসব তামাক চাষে লিপ্ত হয়েছে এবং নানান রোগ-ব্যধিতে ভুগছে শিশু-জোয়ান-বৃদ্ধরা। এসব এলাকা সরেজমিন ঘুরে যে চিত্র পাওয়া যায় তা অত্যন্ত ভয়াবহ।
লোভে পড়ে মানুষ হারাচ্ছে একুল-ওকুলঃ এক একর ধানী জমিতে ধান চাষ করে একজন কৃষক এক মৌসুমে আয় করত ১৫-২০ হাজার টাকা। পরিশ্রম তেমন একটা করতে হতো না, সময় মত শুধু সেচের পানি হলেই হতো। কিন্তু বড় বড় ব্র্যান্ড তামাক কোম্পানীগুলো ইতোমধ্যে কৃষকদের হাতে জাদুর চেরাগের মত তুলে দিয়েছে তামাক চাষের ফর্মূলা। একই জমিতে এক মৌসুমে যে কৃষক ১৫-২০ হাজার টাকা পেত সেখানে সে এখন পাচ্ছে দ্বিগুণ অর্থ। সেচের ঝামেলা নেই, তবে খাটুনিটা পূর্বের চাইতে দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ খাটুনি তারা গায়ে সয়ে নেয় দ্বিগুণ আয়ের লোভে। কিন্তু তামাক চাষ করতে গিয়ে চাষী ও চাষীর পরিবারের লোকজন ভুগছে নানান রোগে। তামাক গাছ বা বনগুলোকে সুপুষ্ট করতে ও সার বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করতে হয় তার পার্শ্ব-প্রতিক্রিয়ার ফলে তাদের চর্মরোগ, হাপানীসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। অতিরিক্ত খাটুনি, বিভিন্ন রোগের কারণে স্বাস্থ্যহানী ঘটছে স্থানীয় তামাক চাষীদের।
মাটির উর্বরতা শক্তি হারাচ্ছে; পার্শ্ববর্তী নদীতে পড়ছে প্রভাবঃ যে জমিতে তামাক চাষ হয়েছে সে জমিতে অন্য কোন শস্যের চাষ হচ্ছেনা। চাষীরা এখন নিরুপায় হয়ে তামাক চাষের দিকে ঝুঁকে পড়ছে। চকোরিয়ার কাকারা, মানিকপুর, মাঝের ফাঁড়ি, লোটনী, বান্দারবানের লামা, আলীকদম বিস্তীর্ণ অঞ্চল ঘিরে থাকা মাতামুহুরী নদী তার স্বাভাবিকতা হাড়াতে বসেছে। যে মাটিতে রাসায়নিক সার বা দ্রব্য ব্যবহার করে তামাক চাষ করা হচ্ছে সেই মাটি বা চর সংলগ্ন মাতামুহুরী নদীতে গিয়ে পড়ছে এর ক্ষতিকর প্রভাব। এই ছোট্ট নদীটিতে আর আগের মত মাছ পাওয়া যায় না। সোনফলা বিস্তীর্ণ পলল ভূমিতে প্রাকৃতিক লাঙ্গল খ্যাত কোচোঁরও দেখা পাওয়া যায় না। ঝরঝরে মাটি, দমবন্ধ ঝাঁঝাঁলো গন্ধে বাতাস ভারী হয়ে ওঠা বিস্তীর্ণ তামাক ভূমিতে একটি পাখিও ওড়েনা কেবল এক ধরনের গোবড়ে পোকা ছাড়া।
নিধন হচ্ছে বনভূমি; বাড়ছে কার্বনের পরিমানঃ তামাক তোলার পর তা তামাকের মাঠেই নির্ধারিত স্থানে বিশালাকার চুল্লি বানিয়ে পাতাগুলোর উপর তা দিতে হয়। অর্থাৎ পাতা পুড়তে হয় একটি নির্দিষ্ট তাপমাত্রায়। এসব চুল্লিুতে জ্বালানী হিসেবে পোড়ানোর জন্য নিধন করা হচ্ছে স্থানীয় পাহাড়ের সবুজ জঙ্গল, বনানী। ফলে বৃক্ষশূন্য হয়ে উঠেছে বিস্তীর্ণ অঞ্চল। বনের পাখী সহ বিভিন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে এসব এলাকায়। পাতা ছাড়ানোর পর তামাক গাছের আঁটিগুলোকে রান্নার কাজে জ্বালানী হিসেবে ব্যবহার করছে স্থানীয়রা। ফলে এসব জ্বলন্ত আঁটি থেকে নির্গত ধোয়া মারাতœক স্বাস্থ্যহানী ঘটাচ্ছে স্থানীয় লোকজনের।
অধিক মুনাফা; কম টাকার শিশু শ্রমিক: স্থানীয় লোকজন তামাক পাতাকে স্থানীয় ভাষায় বলে ‘চুঁড়া পাতা’, ‘গোল্ড লীফ পাতা’, ‘তামাক পাতা’ ইত্যাদি নামে। তামাক চাষীরা তামাক ক্ষেতের কাজে লাগায় সাধারনত শিশু শ্রমিকদের। একজন পূর্ণবষস্ক মজুরকে যেখানে দিনে ২০০ বা ৩০০ টাকা দিতে হয় সেখানে শিশু শ্রমিকের হাতে ৭০ বা ৮০ টাকার দিয়ে সারাদিন খাটিয়ে নিতে পারে। তামাকের পাতা ছাড়ানো, কান্ড ছাড়ানো, পাতার ভাঁজ বাধা, স্থানান্তর ইত্যাদি কাজে ব্যবহৃত অধিকাংশ শ্রমিকের বয়স ১৮ এর নিচে। এসব শিশু শ্রমিকের বাবা-মাও অতিরিক্ত আয়ের লোভে পড়ে স্বেচ্ছায় ঘরের ছেলে মেয়েদের পাঠাচ্ছে তামাক ক্ষেতে। এতে করে স্কুল থেকে ঝরে পড়ছে শত শত শিশু।
তামাক চাষের জন্য অগ্রীম ঋণের ব্যবস্থা: কোন চাষীর হাতে যদি দেখা যায় কাজ নেই, টাকা নেই, সেক্ষেত্রেও কোন সমস্যা নেই। তামাক কোম্পানী ও বিভিন্ন এন.জি.ও. বসে থাকে তাদের হাতে টাকা দেয়ার জন্য। এজন্য কোন জামানতেরও প্রয়োজন পড়ে না। কোন ভূমি মালিকের কাছ থেকে একখন্ড জমি লাগিয়ত নিলেই হয়। কারণ তামাক চাষে বিনিয়োগ নিরাপদ, ঝুঁকিমুক্ত, অধিক ও দ্রুত লাভজনক। তাই ঋণের লোভ বা ফাঁদে ফেলে তামাক চাষ অবাধ ও নির্বিঘœ করতে অনেক রাঘব বোয়াল, সংগঠন, কর্পোরেট ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়ছে।
স্থানীয় পরিবেশবাদী ও পরিবেশবিদদের কথা: কক্সবাজার পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপিকা শারমিনা রেশমীনের সাথে এ ব্যপারে কথা হয়ে। তিনি প্রচন্ড উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন কক্সবাজার বান্দারবানসহ বিস্তীর্ণ সবুজ প্রাকৃতিক লীলাভূমি নিয়ে। তিনি বলেছেন, দরিদ্র মানুষকে লোভের ফাঁদে ফেলে তামাক চাষের মতো পরিনবেশ বিধ্বংসী চাষ বা ক্ষেত করে স্থানীয় পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র তো আছেই এছাড়া রয়েছে স্থানীয় জনগনের অসচেতনতা। বাংলাদেশ তথা দক্ষিাণাঞ্চলকে মরুভূমি বানানোর পাঁয়তারা চলছে বলে তিনি দাবী করেছেন। স্থানীয় পরিবেশবিদ হাফিজ উদ্দিন বলেছেন তামাক গাছ সুস্থ পরিবেশের জন্য কোন ভাবেই উপুযুক্ত নয়। তামাক ক্ষেতের বিস্তীর্ণ এলাকার মাটি, নদী, নদীর পানি, গাছ,, প্রাণী, মানুষের উপর মারাতœক ও ক্ষতিকর প্রভাব পড়বেই যা আমরা ঐসব এলাকায় দীর্ঘদিন ধরে দেখে আসছি। এখনই তামাক চাষ বন্ধের উদ্যোগ না নিলে ভবিষ্যতে আমাদের সবুজ পাহাড়, বন্যপ্রাণী ও পাখীর ডাক, নদীর মাছ সব হারিয়ে ফেলব।
আলোচিত ব্লগ
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

আমাদের ব্রেইন বা মস্তিষ্ক কিভাবে কাজ করে লেখাটি সে বিষয়ে। এখানে এক শিম্পাঞ্জির কথা উদাহরণ হিসেবে টেনেছি মাত্র।
ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন
=আকাশে তাকিয়ে ডাকি আল্লাহকে=

জীবনে দুঃখ... আসলে নেমে
শান্তি গেলে থেমে;
আমি বারান্দায় দাঁড়িয়ে হই উর্ধ্বমুখী,
আল্লাহকে বলি সব খুলে, কমে যায় কষ্টের ঝুঁকি।
আমি আল্লাহকে বলি আকাশে চেয়ে,
জীবন নাজেহাল প্রভু দুনিয়ায় কিঞ্চিত কষ্ট পেয়ে;
দূর করে দাও সব... ...বাকিটুকু পড়ুন
আমাদের হাদিকে গুলি করা, আর আওয়ামী শুয়োরদের উল্লাস। আমাদের ভুল কোথায়?


৩০ জনের একটা হিটলিস্ট দেখলাম। সেখানে আমার ও আমার স্নেহের-পরিচিত অনেকের নাম আছে। খুব বিশ্বাস করেছি তা না, আবার খুব অবিশ্বাস করারও সুযোগ নাই। এটাই আমার প্রথম... ...বাকিটুকু পড়ুন
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।