সেদিন ঘুমের ঘোরে স্বপ্নের ভেতর
দেখতে পেলুম
আমার প্রয়াত বাবাকে গলায় জরিয়ে ধরে
দাড়ি ভর্তি মুখে, কপোলে চুমো খাচ্ছি
এক,দুই, তিন অসংখ্যবার-----
যার দাপটে একদিন
কেঁপে উঠত গাছ-পাথর
মষি শক্তির কাছে নতজানু হতো রাঘব বোয়াল
বন্ধ হয়ে যেতো শেয়াল-কুকুরদের হুক্কা-হুয়া চিৎকার;
কিংবা হাজারো শিক্ষার্থীদের
জ্ঞানের আলো দান করে যিনি
জাগ্রত করে দিয়েছেন জীবন-জিজ্ঞাসার অনুসন্ধিৎসা
সেই তিনি আমার বাবা-
নির্বাক শিশুর মতো মুমূষ শয্যায় শুয়ে শুয়ে
কেবলই যখন প্রহর গুনছিলেন অনন্তের
তখনো আমি পারিনি ছুঁতে তাকে পরম মমতায়--
আমার এ দৃঢ় প্রত্যয়ী শক্তিমান বাবাকে
কখনো কাঁদতে দেখিনি
অথচ সবুজ শ্যমল মাকে ত্যাগের প্রাক্কালে
শিশুর মতো হাউ মাউ করে কেঁদে
বুঝিয়ে দিয়েছিলেন-
এ য্যান শুধুই কান্না নয়; এক ব্যতিত পিতার
জ্বালাময়ী আত্মার সুতীব্র আর্তনাদ----

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




