যার লেখায় সোনা ফলে
আকাশ ফাটিয়ে যিনি রচনা করেন মেঘ-বর্ষণের
যিনি আলোর কথা বলেন, আর বলেই শুধু ক্ষান্ত নন
আলো ফুটাতে চান জনে জনে, ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত
শ্যাম বাংলার আকাশে তিনি এক ধ্রুবতারা।
সমসাময়িক এক শিক্ষাবিধ সম্রাট।
তাঁর উপরে আঘাত?
কী দুর্ভাগা জাতি আমরা----!
তাঁর রচিত গান কিংবা আদর্শের কবিতা
সমভাবে সর্বজন সমাদৃত হবে
তা ভাবার অবকাশ রয়েছে কি আদৌ?
শুধুমাত্র আদর্শিক ভিন্নতার জন্য
তাঁর উপর যে নগ্নতার খড়গ উঠেছে
তাতো কেবল তাঁকেই মেরে ফেলার অপচেষ্টা নয়
বরং সত্য সুন্দর তথা প্রগতিকেই
নির্বাসনে পাঠানোরএক উচ্চভিলাশ।
স্বীয় প্রানের মায়া ত্যগ করে
যে নিজেকে বানাতে চেয়েছিলো হিরো
আমি ওই গাধাটার বিচার চাইনা
ওতো স্রেফ মামুলি, ফরমায়েশি, কাওয়মি এক বদমাশ মাত্র
নিরাপত্তা বলয়ের ছেদ ভেদ করে
যাদের নির্লিপ্ততায় নাকের ডগায়
এ সর্বনাশী কাজ করতে সক্ষম হয়েছে
আমি শুধু তাদের বিচার চাই, চরম বিচার......
০৫/০৩/১৮
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৮ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




