সময় এরকমই
প্রকৃতির নিয়মেই যেন বেশ ডানপিটে
কারো হাতের মুঠোয় বন্দী হয়ে থাকেনা
ভ্রুক্ষেপ করেনা কোন রক্তচক্ষুকেও
আপন ধারায় এগিয়ে চলে
পৃথিবীর সব কিছুকেই পিছনে ফেলে রেখে......
তাইতো তোমার আমার পরিণয়ের তেরোটি বছর
রকেট গতিতে ফুরিয়ে গেলো
ভাবা যায়! এইতো সেদিন
শিমুল রাঙ্গা গুধুলী সন্ধ্যায় তোমাকে দেখা
জড়তাহীন তোমার কথা, ফ্যানের বাতাসে উড়ন্ত
শ্যম্পু করা রেশমি চুল বেশ ভালো লেগেছিল আমার
ইউরেকা ইউরেকা বলে মনে মনে আবিষ্কার করলাম
এই বুঝি আমার হাজার বছরের প্রতীক্ষিত সবুজ কন্যা
তারপরের ইতিহাস কারো অজানা নয়
তোমার আমার ভালোলাগার, ভালোবাসার
ফসল ফলিত হল তোমার উর্বর মাটিতে
একবার, দু’বার। শিহরণ জাগানিয়া কী চমৎকার অনুভূতি!
আনন্দাশ্রু গড়িয়ে পড়ার টপ টপ শব্দ এখনো
হৃদয়ে টোকা দিয়ে যায়......
এতো ভালো লাগার মাঝেও কেনো জানি বেজে উঠে
কিছুটা বৈপিরীত্যের করুন সুর
অপ্রাপ্তির অযুত অভিযোগ তোমাকে তাড়া করে ফেরে কখনো কখনো
কারণ
বড্ড বেরসিক আমি
মিথ্যে অভিনয়ে মোটেও পারদর্শী নই
সত্যকে বাড়িয়ে বলার অভ্যাসও আমার একদম নেই
বলতে পারো –
এ আমার অক্ষমতা, অযোগ্যতা
সমর্পণ আর ত্যগের মহিমায় উদ্ভাসিত হওয়ার নামইতো বন্ধন
কচু পাতার উপর টলমল করে জমে থাকা পানির দুঃখের মতো
ছোট ছোট দুঃখ গুলোকে কখনো প্রশ্রয় দিতে নেই
অটুট বন্ধনের স্বার্থে
নিজেকে পুড়িয়ে খাঁটি সোনা বানানোর মধ্যেই লুকিয়ে থাকে
সার্থক জীবন-সংসার......
দশ মার্চ –
অনেক দিবসের মতো এ দিনটি
তোমার আমার এক বিশেষ দিবস
এবার আস, এ বিশেষ দিনটিতে দু’জন মিলে
পরম করুণাময়ের কাছে বিনীত প্রার্থনা করি
রাগ-অনুরাগ, মান-অভিমানের ভেতর দিয়ে
তেরোটি বছর ধরে রচনা করেছি যে সুখময় সোনালি সংসার
তা ধরে রেখে যেনো কাটিয়ে দিতে পারি
শত সহস্র কোটি বছর......
১০/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




