তোমাদের কাউকে আমি নসিহত করিনা
করবো ও না
আমি আমাকেই করি নসিহত
জানাই ধিক্কার
গাদা গাদা বই পড়েছি, মুখস্ত করেছি লাইনের পর লাইন
আত্মস্থ করেছি এরিস্টটল, প্লেটো, সক্রেটিস
অর্জন করেছি ডিগ্রী
জীবনের এ পর্যায়ে এসে মনে হয়
অযতাই যেন সব
শুভংকরের ফাঁকির উপর দাঁড়িয়ে থেকে
মিথ্যে বড়াই করে চলেছি সারাটি জীবন
সত্যিকারের মানুষ কি আমি হতে পেরেছি?
ধিক, শত ধিক আমাকেই আমি
২৩/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




