কবিতার বাগানে ফুল ফুটানোর কোন মুরোদই আমার নেই
তবু আমার কবি হওয়া চাই, অনেক বড়ো কবি
রবীন্দ্র নজরুলকেও যেনো ছাড়িয়ে
আকাশ ছুঁয়ে যেতে চাই
নেতৃত্বের উর্বর মাটিতে ফসল ফলানোর কোন যোগ্যতাই আমার নেই
তবু আমার নেতা হওয়া চাই, অনেক বড়ো নেতা
মুজিব ম্যাণ্ডেলাকেও যেনো ছাড়িয়ে
হিমালয় জয় করে যেতে চাই
লেখালেখির উঠোনে শিল্পের আবাদ করার কোন শৈল্পিক সত্ত্বাই আমার নেই
তবু আমার লেখক হওয়া চাই, অনেক বড়ো লেখক
শরৎ হুমায়ূনকেও যেনো ছাড়িয়ে
ধুমকেতুর মতো নিজের আবির্ভাব ঘটাতে চাই
গানের ভুবনে সুরের ঝংকার তুলার মতো কোন কুকিল কণ্ঠই আমার নেই
তবু আমার গায়ক হওয়া চাই, অনেক বড়ো গায়ক
বিশ্বখ্যাত সব শিল্পীকেও যেনো ছাড়িয়ে
পুরো বিশ্বভ্রম্মাণ্ডে আমি কেবল আমাকেই ছড়িয়ে দিতে চাই
আমি চাই, আমি আরও অনেক কিছুই চাই......
বধির আমি
অন্ধ আমি
অবুঝ আমি
আমি কেবল শুদ্ধ মানুষ হতে চাইনা
হে প্রভু
আমাকে আপাদমস্তক শুদ্ধ মানুষ হওয়ার মতো
শক্তি প্রদান কর
২৫/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




