শনিবার সকাল থেকে মহেশপুর উপজেলার দো-বিলের খাস জমি নিয়ে ৩ গ্রামের মধ্যে সংঘর্ষে কমপে ৩০ জন আহত হয়েছে। এদেরকে কোটচাঁদপুর মহেশপুর ও চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে শনিবার সকাল থেকে দো- বিলের সরকারী খাস জমি দখল নিয়ে যশোর জেলার চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা ও মহেশপুর উপজেলার আজমপুর ও বলিভদ্রপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে চৌগাছা, কোটচাঁদপুর, মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকার লোকজনের ধাওয়া করলে সংঘর্ষ থেমে যায়। এই ঘটনায় চৌগাছা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের হাসান (৩৫), ফাতেমা (৩০), মহাব্বত (৬০), হাসেম (২৮),নুর ইসলাম(৩৫), আব্দুর রশিদ (৩০), হাতেম (৪০), মুজা (৭০), হবি (৩২), তবিবর (৩০), নুরুজ্জামান (৩৫), আমেনা (৩০), আদমপুর গ্রামের জহুরুল (৩০), জামাল (৩৮), কামাল(৩০) শফিক (২৮), নুর আলম (২৮), তাহের (৩৫), সানোয়ার (২২), বলিভদ্রপুর গ্রামের জামাল(৩৫) এবং সৈয়দপুর গ্রামের শাবান (৩৫) আহত হয়। তাদের কে মহেশপুর চৌগাছা কোটচাঁদপুর ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশপুর থানা পুলিশ জানিয়েছেন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


