রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডীন ক্যাটাগরী থেকে একটিমাত্র পদে সর্বোচ্চ নীতি নিধারনী ফোরাম সিন্ডিকেট সদস্য পদে নির্বাচনে নির্বাচনে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক গ্র“প সাদা প্যানেল প্রার্থী ১১২ ভোটের বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচনে ভরাডুবি হয়েছে সরকার সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক সমাজ হলুদ প্যানেল প্রার্থীর।
বিজয়ী সাদা প্যানেল প্রার্থী ও বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আমজাদ হোসেন পেয়েছেন ৫২০ ভোট এবং পরাজিত হলুদ প্যানেল প্রার্থী ও প্রকৌশল অনুষদের ডীন ড. এম. মামুনুর রশিদ তালুকদার পেয়েছেন ৪০৮ ভোট। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে রিটার্নিং অফিসার প্রফেসর এম এ বারী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৪৭টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটের অধীনে মোট ১০১২জন শিক ভোটারাধীকারের সুযোগ পান।
এর আগে গত ২৫ এপ্রিল ডীন, সিন্ডিকেটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অথরিটিতে ২০টি পদে শিক প্রতিনিধি নির্বাচনে ৩টি অনুষদের ডীন ও ২টি সিন্ডিকেট সদস্যসহ ৫টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা জয় লাভ করে। ওই নির্বাচিত ডীনদের মধ্য থেকেই একটি পদে সিন্ডিকেট সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর প্রায় ২৫৬জন দলীয় শিক নিয়োগ দেয়ার পরেও ১১২ ভোটের ব্যবধানে সাদা প্যানেল প্রার্থীর এ জয়ের পেছনে বর্তমান ভিসি’র স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দূর্নীতি, দলীয় শিকদের মধ্যে বিভাজন সৃষ্টি ও মতা কুগিত করে রাখাকেই প্রধান কারণ হিসেবে প্রগতিশীল শিকরা উল্লেখ করছেন।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১২ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



