
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশের গৌরবের ইতিহাস। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের স্বশস্ত্র সংগ্রাম এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত।
তবে তারা বারবার এই যুদ্ধকে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধ নয় ভারত-পাকিস্তান যুদ্ধ বলে উল্লেখ করছে। ১৯৭১ সালে পাকিস্তানকে ভারত পরাজিত করেছে বলে দাবি করছে।
সম্পতি বলিউডের আপকামিং সিনেমা 'পরমাণু: দ্য স্টোরি অব পোখরান' এর টিজার ইউটিউবে প্রকাশিত হয়েছে। সেখানে শুরুতেই ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা, ১৯৭১ সালে ভারত পাকিস্তানকে পরাজিত করা, ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়কে ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা ইতিহাস বলে উল্লেখ করা হয়েছে।
'পরমাণু: দ্য স্টোরি অব পোখরান' সিনেমাটি আগামী ৪ মে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন অভিষেক শমর্া। অভিনয় করেছেন জন আব্রাহাম, ডায়না পেন্টি, ভুমান ইরানি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে জন আব্রাহাম এন্টারটেনমেন্ট।
এখন প্রশ্ন হচ্ছে- ১৯৭১ সালের ইতিহাস ভারতের হয় কি করে? ভারত কি পাকিস্তানকে পরাজিত করেছিল না-কি বাংলাদেশ পরাজিত করেছিল?
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করায় আমরা ভারতের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। তবে তাদের দ্বারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার। সরকারিভাবে এর প্রতিবাদ জানানোর দাবি করছি।
এর আগেও ভারতীয় সিনেমায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সস্পর্কে ভুল বার্তা দেয়া হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের মুক্তি পাওয়া 'গুন্ডে' ও চলতি বছরে মুক্তি পাওয়া আইয়ারি অন্যতম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



