চাইরদিকে খালি বিষণ্ণতার হাংকি-পাংকি। জগত থাইকা কি হ্যাপিনেস উইঠা যাইতাছে নিকি? সবাই খালি দুক্কু দুক্কু কথা কয়।
বলি ক্যান, ধুম ধাড়াক্কা চিন্তা করলে কি কেউ ট্যাক্স চাইবো হালায়?
সেদিন দেখলাম কে জানি লেখছে কার চিন্তার আকুপাকু অবস্থা। মানে ঘটনা হইলো যা হওয়ার কথা ছিলো তাই। কোটি বছরের পুরান কাহানী। কোন এক কন্যার লগে এক লগে লেকের পাড়ে বইসা সূর্যাস্ত দেখছে। ঠিক তার পরের দিনই কন্যা বিবাহ করিয়া বসিলো আরেকজনরে এই দুঃখে প্রথম বালক দীঘির জলেই মুখে দেখা বন্ধ কইরা ফেললো।
আরি মুছিবত। কই যাই আমি। লোকজনের ফিলিংস কি বাজারে পাইকারীদরে বিকিকিনি হইতাছে নাকি আজকাল? বছর খানেক আগে শুনলাম এর গিএফ ও নিয়া যাইটাছে, ওরটা সে। কি জ্বালা। এখনতো দেখা যাইতাছে পেরেম করলেও হালায় দারোয়ান রাখোন লাগবো পাহারা দেওনের লাইগ্যা।
খাইয়া আর কাম আছে নি?
তার চাইতে এই ভালো। রবি বুড়ার গানে না মইজা স্ট্রেইট টু নাম্বার ওয়ানে যাইগা
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




