
গতকাল চতুর্থবারের মতো বইমেলায় গেলাম। কিনলাম কিছু বইপত্র। দেখা হলো বেশ কয়েকজন লেখকের সাথে। কথাও হলো বেশ।

প্রতিবারই বইমেলায় যাই একাধিকবার। এবার বেশ সুবিধেই হলো। ঢাকায় অবস্থান করায় সহজেই যাওয়া গেল।

ঘুরে ঘুরে স্টল দেখলাম। লেখক-পাঠক ও প্রকাশকদের এমন মিলন মেলা বিরল। অনেক ব্লগারের সাথেও পরিচয় হলো। কয়েকজনের সাথে আগেই দেখা হলেও প্রথমবারের মতোও দেখা হলো কয়েকজনের সাথে (মুনিরা সুলতানা, হাসান মাহবুব, শুভ্র সরকার, আরণ্যক রাখাল, মুনতাসীর। আজাদ মাহবুবুল, মাহমুদ রহমান, তাশমীন নুর, জেন রসির সাথে আগে থেকেই পরিচয় ছিল)।

প্রতিষ্ঠিত লেখকদের মধ্যে জাকির তালুকদার, ইমদাদুল হক মিলন, স্বকৃত নোমান, আসাদ চৌধুরীর সাথে দেখা হলো, কথাও হলো।

লেখক পলাশ মজুমদার পরিচয় করিয়ে দিলেন আরও অনেকের সাথে। ওনার সাথেও পরিচয় বেশিদিন হয়নি। প্রকাশনা শিল্পের প্রতি আগ্রহ বোধ করায় এই খাতে যারা জড়িত আছেন, তাদের সাথে কথা বলিয়ে দিলেন।

জমায়েত যে পরিমাণ হয়, বিক্রি বোধহয় সে পরিমাণ হয় না। কিছু কিছু স্টলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখি রাজ্যের নীরবতা।


সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



