
আমি সেই অনন্য দ্বৈতবাদে বিশ্বাস করি
যেখানে তোমার চোখের কোণে
একইসাথে জমাট বাঁধে
সৃষ্টি ও ধ্বংসের রসায়ন—
একটি অসম্ভব সমীকরণ
যার চলরাশি আমার সকল অস্তিত্ব।
তুমি যখন কথা বলো,
শব্দগুলো রূপ নেয়
বিশৃঙ্খল ম্যান্ডেলব্রট সেটের মতো—
প্রতিটি সিলেবলে ফুটে ওঠে
অসীমের পুনরাবৃত্তি,
আমি হারিয়ে যাই ফ্র্যাক্টাল গভীরতায়।
আমাদের মাঝখানের স্থান
একটি রিমানীয় পৃষ্ঠ,
যেখানে প্রতিটি স্পর্শ
উৎপন্ন করে অসংজ্ঞায়িত বক্রতা—
অভিকর্ষ বলের অস্তিত্বহীন সেই ক্ষেত্রে
আমরা পরস্পরের দিকে
পতনশীল দুই মহাকাশযান।
রাতের শেষ প্রহরে
তোমার নিশ্বাসে শুনি
কোয়ান্টাম সুপারপজিশনের গুঞ্জন—
একইসাথে আছো ও নাই,
আলো এবং অন্ধকার,
সমাপ্তি ও অনন্ত সূচনা।
এই আমার নিবেদন:
একটি টপোলজিকাল প্রেম
যা বিকৃত হয় না কোনো রূপান্তরে,
একটি ডিফারেনশিয়াল আবেগ
যার সমাধান নেই
কিন্তু প্রতিটি প্রান্তিক শর্ত
তোমার মুখচ্ছবির দিকে ধাবিত।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




