লন্ডন এ বসবাসরত কম বেশি বাঙালি সবাই একটা কথা খুব ভালো করে জানেন, সেটা হচ্ছে সিলেটি দের সঙ্গে ঢাকার (সিলেটি ব্যতিত সব disctrict এর মানুষদের কেই ঢাকাইয়া বলা হয়) মানুষদের একটা রেশারেশি.জানিনা কেন কিন্তু এটা অনেক শুরু থেকেই এখানে বিদ্যমান. তাই অনেক ভালো সিলেটি কিনবা ঢাকার মানুষ থাকা সত্তেও দেখা যাই এক চেটিয়া ভাবে সবাই ক খারাপ বলা হয়. একই দেশের মানুষের মধ্যে এইরকম differenciate আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই. তবে ভালো লাগেনা এই বেপারটা.আমার husband এদেশে একটি superstore এ ফুল time কাজ করের পরেও বিয়ে সাদির ছবি তুলার কাজটি করেন.এই বিয়ে গুলো অধিকাংশই সিলেটি দের থাকে. যার কারণে লন্ডনে বসবাসরত আমাদের আত্তীয় কিনবা বন্ধুরা সব সময় আমাদেরকে tease করেন. যেটা সময় বিশেষে খুবই মন খারাপের কারণ হয়ে দাড়ায়.ব্লগ এ এই বিষয় টি নিয়ে এই কারণে লিখছি যে আমরা একই দেশের একই বর্ণের একই ভাষার মানুষ, এদেশে বাঙালি ছাড়াও কত বর্ণের কত দেশের মানুষের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক হয়ে যায় , অথচ নিজেদের মধ্যে আমরা যে এই ধরনের রেশারেশি গুলো করি সেটা খুবই অযৌক্তিক এবং লজ্জাজনক ও বটে. তাই প্রথমে ব্রিটেন এ বসবাসরত সব বাঙালি "সিলেটি" ভাইদেরকে বলছি, আমি নিজে পুরোদস্তুর ঢাকার মেয়ে হওয়া সত্তেও এখানে আমার প্রচুর সিলেটি পরিচিত আছেন যাদের সাথে মিশতে পেরে নিজেকে অনেক লাকি মনে হয়েছে.আপনারাও খেয়াল করলে দেখবেন ঢাকার ছেলে মেয়েরা এত তা খারাপ নয় যতটা আপনারা ভাবেন.
আমার এই লেখা যদি ১ জন সিলেটিও পরে পুরো বেপারটি উপলব্ধি করেন তবু নিজেকে আমার অনেক সার্থক মনে হবে. thanks for every bodies patience!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



