কোন কিছু তৈয়েরি করাজায় কিন্তূ মুছে ফেলা জায় না।
জীবন এর বয়োস কম বেশি হতে পারে
সবটুকু যাপন কর শেষ মুহূত পযন্তু।
আপ্রান চেস্টা কর কোন বিজয়ের জন্য।
শুধু স্বপ্ন দেখনা বাস্তবে রুপান্তর কর ।
জীবন এমন কিছু! জার তাকেই চালাতেহবে।
জীবন একমুখি রাস্তা যেখানে পিছু ফেরার সময় নেয়
পস্তাবে যদী তুমি রাস্তা থেকে সরে যাও।
নিজের প্রতি সহযুগীতা ও বিশ্বাস কর
জীবন মৃত্যুর অপর নাম ভীত হওয়ার দরকার নেই।
নিজেকে প্রশ্ন কর তুমি মারা গেলে কি হবে
অতিত ভুলে যেওনা অবশ্যই উওর পাবে।
মনে রাখ জীবন একটা শাদ
এ পৃথিবীতে মৃত্যু সবাই কে ছু্য়ে যাবে।
কেউ কার জন্য অপেক্ষা করে না ফিরিয়ে ও আনা যায় না
যেমন একটা দিন চলেগেলে আর ফিরে আসেনা।
চোখ বন্দ হলে একবার খোলা যায় না আবার।
যদী পিছলে পড় আর উঠতে পারবেনা।
সবাই প্রাথ্না করৈ তোমার জন্য একটা ভাল জীবন
এ প্রাথ্না মুঞ্জুর নাও হতে পারে।
শুধু তোমার অতীত কে ভূলে যেওনা
সবাই করতে পারে ফিরিয়ে আনতে পারে না।
ক্ষুদ্র ক্ষুদ্র সময় কে ও মুল্যবান মনেকর
জীবন কঠিন যদী তুমি সহজ খুজে পাও
অবশ্যই তুমি ভ্রান্তির মধ্যে
একটাই জীবন সুখি হও তার মধ্যে!
@মুরাদ@
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





