গুরুজি আপনার প্রতি রইলো সশ্রদ্ধ সালাম
জ্ঞানের রাজ্য যিনি শিখালেন আমাকে পদচালান
কোথাও কিনচিৎ কাহারও নিকট অতি সামান্য
বিন্দু বিন্দু সংগৃহিত হইয়া আজি হল পূর্ন
তথ্যের সূমুদ্রে পদব্রযে যবে যাএা শুরু
মাজননীর কথা পড়িল মনে সেই প্রথম গুরু
যত বিদ্যাপিট, মক্তব, প্রকৃতিক পাটশালায়
গানে গানে কবিতার টানে, ভাবুক মনের জানালায়
জ্ঞান আসিয়া জমে লৌহেমাহফুজের মোহনায়
নতশীরে দিলাম ছালাম তোমাদের অন্তরায়
অজানা অথৈই সায়ওরে শব্দরা বেড়ায় ফিরে
ইচ্ছা না থাকিলে পাওয়া যায়না জনম ভরে
ভাবের টানে অন্তরের কোনে যবে বশত গাড়ে
সেই তোর আপন ভূবন চিনিস যদি তারে
চলার পথে রাস্তা-ঘাটে হাটে-বাজারে
চলিতে চলিতে যৌবনের সাথে অচিন বন্দরে
কত ওস্তাদ শিখাইলো মোরে চোখে ঝলক মেরে
আমার ছালাম লইবেন জনাব খুশি অন্তরে
ভূলিয়া গিয়াছি যাদের,যাহার কথা মনে নাহি পড়ে
অদৃশ্য রুপে শূন্য হতে আলো মাধ্যম করি
মনি রত্ন সকল দিয়াছেন জিনি ঝুলি ভরি
শুক্রিয়া যানাই পাঠাইছো মোরে মানুষ করি
৲এস আই মুরাদ৴১১:২৮ পিএম/২৯/১২/২০১০
কেলাং/কেএল/মালয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





