এক বশোন্তে
সেই বার ঐ যে সে এক বশোন্তে
গিয়েছিলাম আমরা মেলা দেখতে।
এখনও ভুলি নাই, আজও মনে পড়ে
অনেক দিন গত হল দেখিনা তাহারে
ভোর রাতে ঠান্ডায়, নোকশীকাথা গায়
সবুজ বৃক্ষরা যখন ন্যাংঠা হয়ে যায়
সুখনো পাতায় সে আওয়াজ মড় মড়
অনেক মুকুল এসেছিল সেই বার।
গোধুলী বেলার, ঝিরি ঝিরি হাওয়ায়
জোয়ার এসেছিল নদি বারাশিয়ায়।
ভুলিনাই, যৌবনের সুরুও তো সেবার
অনেক সময় পরও দেখা পাইনি তার
সে যে কি যন্ত্রনা এ পরবাসে মোর
দক্ষিন জানালা দিয়া খোলা হাওয়ায়
নতুন কুড়িতে মুকুলের আহব্বান
কেমন যানি উদাস- উদাসি মন
বনে পাখির সুর করে গান গাওয়ায়
তুমি এসেছিলে সেইবার এই আঙ্গীনায়।
আবার এসেছ, আসবে ফিরে বার বার
আমি সেথা নাই বুঝিবেনা তা তুমি
সে যে কি মহা বেদনার
অপেক্ষায় আছি বহুদিন
তোমার কাছে ফিরে আসিবার।
এস আই মুরাদ /কেলাং/কেএল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





