
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ ফেনী জেলা সদর স্টেশন।

(২) ফেনী স্টেশনের চা বিক্রেতা, তিনি হিজড়া কিনা আমি বুঝতে পারিনি।

(৩) ফেনী স্টেশন পেছনে ফেলে এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্য চট্টগ্রামের দিকে।

(৪) ধান মারাই চলছে রেল লাইনের পাশে, এটা দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগে।

(৫) এক পাশে তাল গাছ অন্য পাশে জীবন যুদ্ধের ছবি।

(৬) খালি ড্রাম পানিতে ভাসিয়ে তৈরী করা ব্রীজ।

(৭) সাপের শত্রু নেউলে, রেল লাইনে ওরা খেলায় মত্ত।

(৮) কর্মজীবি তার শিশু সন্তানকে নিয়ে রেল ব্রীজ পাড়ি দিচ্ছেন।

(৯) ট্রেন ও এস্কেভেটর একে অপরকে অতিক্রম করছে।

(১০/১১) দুটি ভিন্ন রকম প্রজাপতি, শিয়ালমুতি ফুলে বসা।


(১২) চলন্ত ট্রেনের পাশে দুটি শিশুর সাথে একটি পোজ

(১৩) একটি সেতু, যেসব গ্রামে পানি থাকে সেসব গ্রামে ছোট বড় এমন সেতু প্রায়ই দেখা যায়।

(১৪) গাছের ডালে বসে খেলা করছে দু'টি ঘুঘু।

(১৫/১৬) সিম ফুল ও সিম, ফুল গুলোর চমৎকার কালার নিমিষেই মন কেড়ে নেয়।


(১৭) ছবি তোলার সময় বুলবুলিটা কিন্তু বেশ ভালোই পোজ দিয়াছে, কি বলেন ?

(১৮) গিরগিটি, এর দাম নাকি কোটি টাকা

(১৯) পরবর্তি স্টেশনটা পরিত্যক্ত, তাই বাড়তি লাইটা কেটে ফেলা হয়েছে, আরো বেশ কিছু পরিত্যক্ত স্টেশন পেয়েছি, কিন্তু কোথাও লাইনকে এমন কেটে ফেলতে দেখিনি।

(১৯/২০) এক সময় পৌছে গেলাম পরবর্তি স্টেশনে, স্টেশনের নাম কালীদহ।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( শর্শদি, স্টেশন নং- ৪২)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( কালীদহ, স্টেশন নং- ৪৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


