
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্তর্গত একটা স্টেশন।

(২) মস্তান নগর পার হয়ে আমরা চট্টগ্রামের দিকে হেটে চললাম।

(৩) কৃষক কৃষাণী তাদের ক্ষেত থেকে বেগুন তুলছে।

(৪) এই গাড়িটা চিনেন কি ? ছোটকালে আমি খুবই চালাইতাম। এই গাড়ি দূর্ঘটনায় আমি একবার অনেক ব্যথাও পেয়েছিলাম।

(৫) একজন কৃষক। তার সবজী ক্ষেতের দিকে যাচ্ছে, হয়তোবা সবজি উঠানোর জন্য।

(৬) আমাদের কাজ তো একটাই, এমন সুন্দর দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে যাওয়া।

(৭) দুষ্ট লোকেরই এই কাজগুলো করে থাকে, যেমন ট্রেনে ঢিল ছোড়া বা লাইনের উপর পাথর রেখে ট্রেনের জন্য বিপদ সৃষ্টি করা।

(৮) শিমুল গাছে একটা ঘুঘু পাখি উকিঝুকি মারছে।

(৯/১০) একটি বিশাল মালগাড়ি আমাদের অতিক্রম করছে........


(১১) একটি সবজি ক্ষেত, মানে ফুল কপির ক্ষেত।

(১২) এক গ্রাম্য কিশোরী তার গরু নিয়ে মাঠ অতিক্রম করছে।

(১৩) এলাকাটা বিভিন্ন শাক সবজির ক্ষেতে ভরপুর, এটা একটা সিমের বাগান।

(১৪/১৫) রেল লাইনের পাশের অনেকে রেল লাইনটাকে বাড়ির উঠোনের মতোই ব্যবহার করে।


(১৬) কৃষক তার গরুকে ডোবা থেকে জল খাওয়াচ্ছে।

(১৭) সামনে ট্রেন লাইনে পরিবর্তন ঘটছে, মানে সামনেই স্টেশন।

(১৮) রেল লাইনের মাঝে খেলারত শিশু।

(১৯/২০) স্টেশনের নাম বার তাকিয়া। আরো একটি স্টেশন আমরা পেছনে ফেললাম।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( মস্তান নগর, স্টেশন নং- ৪৮ )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( বার তাকিয়া, স্টেশন নং- ৫০)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


