
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ কৈবল্যধাম চট্টগ্রাম জেলায় অবস্থিত একটা রেল স্টেশন।

(২) কৈবল্যধাম ছেড়ে আমরা হেটে চললাম চট্টগ্রামের দিকে ।

(৩) দাড়িয়ে বসে খেলারত শিশুরা।

(৪) অতঃপর ক্যামেরা দেখেই দাড়িয়ে পোজ দিলো চমৎকার ভাবে।

(৫) সগর্জনে ধুলি উড়িয়ে আমাদের পাশ কাটিয়ে চলে গেলো একটা ট্রেন।

(৬) ফুলের মাঝে আপন মনে খেলছে একটা টিয়া পাখি।

(৭) রেল লাইনকে ক্রস করে চলে গেছে মহা সড়ক।

(৮) এলাকাটা পরিচ্ছন্ন নয়, বেশ আবর্জনা পূর্ণ।

(৯) পরবর্তি স্টেশনটা খুব দূরে নয়।

(১০/১১) এক সময় আমরা চলে এলাম পাহাড়তলী স্টেশনে।

আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( ফৌজদারহাট, স্টেশন নং- ৫৬)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( পাহাড়তলী, স্টেশন নং- ৫৮)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


