
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) রঙিন প্রজাপতি, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তোলা ছবি।

(৩) কৃষকের ধান লওয়ার এই ছবিটা তুলেছি নরসিংদীর চিনিশপুর থেকে।

(৪) নদীর জলে বাঁশের আকিবুকি, তার মাঝে বসে আছে অনেকগুলো পানকৌড়ি। পেছনে জল ছাপের মতো ফুটে আছে মায়াদ্বীপের কিছু অংশ। নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তোলা ছবি।

(৫) মনোবাসনা পূরণ হওয়ার দোকান, নরসিংদীর কাবুল শাহের মাজার সংলগ্ন দোকান এটি। আগড় বাতি মোম বাতি কিনে মাজারে দিয়ে মনের আশা পূরণ করার নিরন্তর চেষ্টা চলে এখানে।

(৬) মাইনী নদী, এটা মিশেছে গিয়ে কাপ্তাই লেকে।

(৭) আদিবাসিদের দোকান, বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে তোলা ছবি।

(৮) ভড়া বর্ষায় সিলেটের বিছানাকান্দি।

(৯) কেয়া বনের ভেতর একটা বাড়ি, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।

(১০) ফুলটার নাম মনে পড়ছেনা। ইমন গার্ডেন, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি।

(১১) হরিয়াল পাখি, শিবপুরের জাল্লারা বাজার থেকে তোলা ছবি।

(১২) কাপ্তাই লেক থেকে তোলা রাঙামাটির ছবি।

(১৩) চট্টগ্রামের ওয়ার সিমেট্টি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের একাংশ এখানে সমাহিত করা হয়েছে। ফুলের বাগান বেষ্টিত মনোরম এ স্থান স্মরণ করিয়ে দেয় সেইসব সৈন্যদের শৌর্যবীর্য ও বীরত্বগাথা।

(১৪) পরিযায়ী পাখি রামচ্যাগা, সাদাচোরা, সাদা কাঁচিচোরা, রণপা পাখি বা গুলিন্দা, কাট্টলী বীচ, চট্টগ্রাম থেকে তোলা ছবি।

(১৫) জেলে পল্লী, গহিরা সৈকত থেকে তোলা ছবি।

(১৬) কেওড়া বনে হরিণ, সুন্দর বনের কটকা থেকে তোলা ছবি।

(১৭) কাত্রিক ব্রত, বারদীর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে তোলা ছবি।

(১৮) পাহাড়ের ভেতর জাদিপাই গ্রাম, বান্দরবান থেকে তোলা ছবি।

(১৯) পুনাখা জং, ভুটান থেকে তোলা ছবি।

(২০) ছয়াবিন ফুল, নরসিংদীর শান্তির বাজার এলাকা ঠেকে তোলা ছবি।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


