সাদা পাতা জুড়ে একটা প্রশ্নবোধক
সাদা কালিতে লেখা কাগজ জুড়ে
খোড়াতে খোড়াতে বয়স একান্ন
দুজনে নির্জন বসে দুপাশ ঘুরে।
পেঁয়াজ টপকে তেল আকাশ ছোঁয়া
ঘন্টায় বাড়ে মাথা পিছু আয়
তেল লাগেনা ভাজতে ঘোড়াড্ডিম
আমলা মন্ত্রীরা রোজ ভেজে খায়।
পাস হয়েছে চুপ থাকার ধারা
বললে কথা চৌদ্দ শিকের ঘর
প্রশ্নবোধক ভয়ে পালিয়েছে কবে
স্বাধীনতা তোমায় লাগে অনেক ডর।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০২২ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



