যাবেই যখন যাও তবে কী আর হবে
সামনে পাহাড়, খোঁড়া পায়ে সামলে নেব
ভাটার টানে টানছে যখন যাও তবে
চাও যদি আকাশটাকে সঙ্গে দেব।
সন্ধ্যে হলে সেইতো এখন সঙ্গী আমার
ধবল মেঘের পাশ কাটিয়ে চাঁদটা দেখি
দেখতে দেখতে ভাবনার জাল বুনি আবার
ধার আলোতে সেওকী তবে শুধুই মেকি?
আরো দূরে হাজার তারা যায়তো দেখা
দিনের আলোয় যায়না বুঝা অবস্থান
তারা কাছেই এখন আমার পাঠ্য শেখা
ভালবাসার পিদিম এর হয়না মরন, গোরস্তান।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮