বিনা টিকেটে ডাবল মজা নেবে যদি আয়
এমন মজা পাবা মনে আর কোথাও নাই।
এক টিকেটে একটা ছবি সিনেমাতে চলে
এক টিকেটে একটা খেলা, খেলে দুই দলে।
এমন একটা ভবন আছে পানি দিয়ে ঘেরা
দেখতে সুন্দর নজরকাড়া পৃথিবীতে সেরা।
সেখানেতে যাও যদি একের ভিতর সাত
নায়ক গায়ক খেলোয়াড় মিলবে সব জাত।
দেখার মজা খেলার মজা বিনোদনে ভরা
সিনামাতে যায়না লোকে গ্যালারীতে খরা।
দলে দলে সদলবলে যাচ্ছে জনেজন
বিনোদনের ডিব্বা এখন জাতীয় সংসদ ভবন।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


