সবকিছুতেই “না” — তোমার স্বভাব গেল না,
“না”, “না” করে ঈদের আগে কিছুই হল না।
“না” ই যদি প্রিয় তোমার, “না” তেই তবে থাকো,
ট্যাম্পু স্ট্যান্ড দখল নিতে “না” বল না তো!
বালির ট্রাকে “না” বল না, মুখে তখন তালা,
দিন বদলের স্লোগান এলে গাঁথো “না”-এর মালা।
“না”, “না”, “না”, “না” — এই নাটক আর চলবে না,
জুলাই এসে সুযোগ দিল — এবার বলতে হবে “হ্যাঁ”!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


