
ফাদার তেরেজা হাতে নিয়ে চাবি,
সব তালা খুলে দেবে — এটা তার দাবি।
টুকটাক লুটখুন সব দলই করে,
তাই বলে কেন মিছে, “জেলে দাও ভরে”?
খুলে দাও তালা সব, আয় খোকা আয়;
ফেব্রুয়ারীর ব্যালটে ছাপ মারা চাই।
রাজাকারের দলটা যে হাংকিপাঙকি করে,
ইসলামাবাদ পাঠিয়ে দেবো — চটির বস্তা ভরে।
ইউনুস বেইমান তিরিংবিরিং নাচে,
সাদা পাতায় সই নিয়ে বসে আছে গাছে।
রাষ্ট্রপতি, ওয়াকার সাথে নিয়ে সবে,
জুলাইয়ের ভুতটাকে নামাতেই হবে।
সব তালা খুলে দাও, আয় তোরা আয়,
চেতনার ব্যবসাটা জমে উঠুক তাই।
দিল্লির সিগনালে চলবে এই দেশ —
বেশ, বেশ, বেশ, আহা— বেশ, বেশ, বেশ।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


