দেশের সাধারন জনতা , ছাত্র সমাজ চোখটা খোলো, বিবেকে বল আর কতদিন অন্ধ আর বধির রবে।
কেও নাচাবে আর তুমি নাচতে থাকবে! :-&
অন্যের কথা শুনে কেন চল। তোমার বিবেচনাকে কাজে লাগাও।
আওয়ামী সরকার কী করছে! দেশের স্বার্থবিরোধী একের পর এক চুক্তি করে যাচ্ছে ভারতের সাথে! দেশের সমস্যা সমস্যা সমাধানের দিকে নজর না দিয়ে বিরোধী দল নিধনে তাদের আপ্রান চেষ্টা।
ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাস , চাঁদাবাজী , আস্ত্রবাজীকে তারা কী সন্ত্রাস মনেই করেনা!(দেশের সচেতন মানুষ হিসেবে আপনিও কি তাই! যদি হ্যা হয় তাহলে আপনি অন্ধ ভাবে একদিকে বেঁকে রয়েছেন।)একটি উদাহরণ মাত্র
আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে চালাচ্ছে ব্যাপক সন্ত্রাস।(পুলিশের কোনো পদক্ষেপ নেই)।লুক
অথচ বিরোধী দলের কর্মীদের চলছে গণ গ্রেফতার।(নাশকতার আশঙ্কায় নাকি এসব গ্রেফতার করা হচ্ছে)।View this link
পোশাক শিল্পে সমস্যা, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধগতি এসব সমাধানের চেষ্টা না করে পুলিশ বাহিনী দিয়ে জনগনের মুখ বন্ধ করার চেষ্টা করছে সরকার।
আপনি কী এসব সমর্থন করে যাচ্ছেন ! তাহলে আপনি নিশ্চিত জেনে নিন আপনি অন্ধ আর বধির রয়ে গেলেন।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



