আমরা এখন যে দেশে বাস করি তাতে আমরাই তো রাজনীতির জন্মদাতা ।নাগরিক হয়ে এই রাজনীতির ছোট ছোট অপবাদগুলো অনে্যর উপর তো আর ফেলা যায় না? সুনাগরিক হয়তো আমরা কেউই নই। কিন্তু নাগরিকতো বটে! অন্যান্য বিশ্বের সাথে আমাদের তুলনা করে তেমন একটা লাভ নেই । আমরা বাঙ্গালী আমাদের ঐতিহ্য আর আমাদের সংস্কৃতি আমরাই ধরে রাখার চেষ্টা করবো ।
এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে তাদের কাছে মানুষের দাবির যে কোন শেষ নেই তা আমি হলফ করে বলতে পারি। কারন দূর্নিতিবাজ সরকার মানুষ চায় না তার প্রমান তারা করেছে। তাই দেশবাসি এবং সরকারের কাছে আমার আকুল আবেদন দেশকে এবার একটা কিছু ভাল উপহার দিন। নাগরিগ হয়ে আপনার আছে অনেক দ্বায়িত্ব সেটা আগে জেনে নিন। ক্ষমতা পাওয়া বড় কথা নয় এর মুল্য দিতে হবে বুঝতে হবে জনগন কী চায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




