বই পড়ার আনন্দ অনেক। যারা নিয়মিত বই পড়েন তারা জানেন এ সত্যটি। কিন্তু যারা জানেন না তারা যেন জানতে পারেন সেজন্যে আমাদের সজাগ হতে হবে। বইয়ের পাঠত কমে গেছে উল্যেখযোগ্য হারে। বই মেলা জমে উঠছে না আর আগের মতো। বইয়ের মতো একটি বিষয় আমাদের লাইফ থেকে হারিয়ে যেতে পারে না। আমরা এটা হতে দিতে পারি না। বিদেশে এত তথ্য প্রযুক্তি থাকতেও তারা বই পড়েন। বই নিয়ে ভাবেন। ই-রিডার তৈরি করেছেন শুধু মাত্র বই পড়বেন বলেই। তবে আমরা পারবো না কেন?
একটু ঠান্ডা মাথায় আপনিও ভেবে দেখুন না বই মানুষের জীবনে কেন দরকার? বই থেকে কি আসে আর আমরা কী পাই? একটা সিনেমা দেখলে ওসনক লাভ হয় তা আমি কেন যে কেউ বলে দিবেন অনায়াসে। কিন্তু আপনি জানেন কি একটা সিনেমার চেয়েও একটা বই আপনার জীবনকে বেশি বদলাতে পারে?
আমার এখনকার প্রস্তাব হচ্ছে আপনারা বই পড়ুন । দরকার হলে বিনা মূল্যের ই-বুক পড়ুন।
পাওয়া যাচ্ছে নিয়মিত। নিচের লিংকে গিয়ে পাবেন বেশ কিছু ই-বুক । আশাকরি ভালো রাগবে।
www.wrsaiful.co.cc
সৌজন্যেঃ একাকী পাবলিকেশন্স
ই-বুক্স পাবলিশার্স
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




