বাংলাদেশের অনেকেই ভাল লিখতে পারেন। কিন্তু লিখে আয় করা হয়ে উঠেনি কারোর-ই। বাংলায় লিখে তো নয়-ই। বাংলা ভাষায় আমাদের গর্ব এবং অহংকার। ভাল লেখা যাদের হাত দিয়ে বের হয়ে আসে তারা আরো বেশী আমাদের জন্য গর্বের। আমরা তাদেরকে সম্মানীত করতে চাই। তাই কেউ যদি লিখেন অবশ্যই সম্মানী পাবেন।
তবে সবার আগে নির্ভর করছে আপনি আসলে কে এবং কী লিখতে চাচ্ছেন। সবাই লিখতে পারবেন কিন্তু সব কিছু নয়। টপিক অনেক কিছুই হতে পারে তবে কয়েকটি ছাড়া। কোন রাজনৈতিক দল নিয়ে আসা যাবে না, ধর্ম নিয়ে কোন সমালোচন নয়, পর্ন বা সেরকম কোন কিছু।
যে কোন শিক্ষনীয় বিশয়েই লেখা যাবে। লেখা প্রথমেই প্রকাশ হবে না। এক দুই দিন সময় লাগবে। কারন গুন গত মান ভাল না হলে প্রকাশ হবে না।
আরো বিস্তারিত জানতে আপনি আজি চলে যান কিভাবে ইনফো ডট কমে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




