
আমার গ্রামের পাশে বয়ে চলা ব্রহ্মপুত্রের একটি ছোট্ট শাখা নদী। নদীর পাড় দিয়ে প্রতিদিন বিকেলবেলা হাঁটতে থাকলে নানান স্মৃতি মনের মাঝে উঁকি দিবে।

সেই নদীতে এভাবেই ছোট নৌকায় পারাপার হতে হয়।

নদীর পাশে সৃষ্টি হওয়া খালে এভাবেই জাল ফেলে মাছ ধরা হয়। তবে এখন আর নদীতে তেমন মাছ পাওয়া যায় না। তাই জালগুলো পানির উপর তুলে রাখা হয়েছে। ব্রহ্মপুত্রের অতীত গৌরব এখন ম্লান। এক সময় এই নদে ঘরিয়ালসহ বিভিন্ন ধরনের মাছ, পাখির দেখা মিলত।

নদীর পাড় থেকে দূরে কৃষক ধানের চারা রোপণ করছে।

নদীর তীরবর্তী শরতের কাশফুল। এভাবেই ফুটে থাকে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




