প্রতিদিন দেখি সুন্দর সুন্দর যুবতী
তবুও হলোনা আমার প্রথম রতি!
কিভাবে কেটে গেলো এতো বছর
চিন্তার বিষয়, হয়েছি পাগল উত্তরোত্তর...
যারা করেছে মিলন অবৈধ রাতারাতি
তারাই আসল পুরুষ, বেশ্যা সুমতি!
নগ্ন সাজ আমার অতি ক্ষতি
অসম্ভব ভুলতে যা দেখি-স্মৃতি!
নিশ্চয় ধর্ষিত, যারা দেখতে অনাবৃত
কখনও কল্পনা করা যায়না আবৃত।
সম্ভব হচ্ছে না যুগল হতে
না চাইলেও ভাবনা, স্বপ্নদোষ রাতে!
রুচি নেই যাচ্ছে তাই করতে
যা হয়েছে ব্যবহৃত, চিরকাল তাতে!
অতীত শুধু জানি, দেখি বর্তমান
এতে মিল হলেই পাই প্রমাণ।
রাস্তায় দেখা যায কুকুরের সঙ্গম
কবুতরের জীবন, রতিক্রিয়া নয় একরকম।
পাখিরা সবসময় শালীন, রূপে বেশ
কেউ শ্রেষ্ঠ হবে, একদিন শেষ!
07,08.10.2022
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




