অন্ধরাও সিডিউস হয় দিনে-রাতে
তারাও বিয়ে করে, জাগেও প্রভাতে!
দেখে নয় ফিতে; শুনে-কানে
সংসার পাতে, প্রায় জনে জানে!
না দেখে তারাও উত্তেজিত হয়
রাত কাটাও অন্ধের সাথে তয়।
বহু পুরুষ, পুরুষকে দেখেও বিমোহিত
যাকে বলে সমকামী, ওরাও ঘৃণিত
বহু নারী, নারীকে দেখে প্রলুব্ধ
তাদের কান্ড দেখে আমরাও স্তব্ধ!
স্বীয় যৌন ক্রিয়া দেখে ভয়ে
দিন দিন যাচ্ছি দেখ্ ক্ষয়ে!
শিশুরাও কোমল মতি তবুও ধর্ষিত
এর প্রমাণ আছে পৃথিবীতে কত!
যৌন কারণ মানুষেই বেশি ক্ষতিগ্রস্ত
সেজন্য প্রভু বলেছেন, আগুন তপ্ত!
১৬.১০.২০২২
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




