যৌন কারণে রমণী রঙিন সাজে
আমার-তোমার কাছে নয় বাজে।
সুন্দর, চমৎকার লাগে, মিথ্যে নয়
সত্যি বলছি, জীবনে এমন হয়।
সব বর্ণিল, জাঁকাল, যশ, চাকচিক্য
শালীন, অশালীন এর আছে পার্থক্য।
নাটক দেখেছি, দেখেছি বিবিধ চলচ্চিত্র
দেখা যায় বিভিন্ন মিডিয়ায় তথ্যচিত্র।
বর্তমানে যারা প্রায় প্রত্যেকে দেখেছি
নগ্নচিত্র! গোপন বিষয় নিয়ে ভাবছি।
17.10.2022
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২২ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




