ঠেলা জাল দিয়ে ধরেছি মাছ;
এতো সুন্দর বাবুইর বাসা, তালগাছ।
খুব চমৎকার, পছন্দ নীল আকাশ;
জলেতে দেখায় অবয়ব, কমল বাতাস।
সরিষা হলুদ ফুলে বিস্তীর্ণ মাঠ;
দুচালা ঘরে সন্ধে হলে পাঠ।
নদীর পাড়ে সারি সারি নৌকা;
কার হাতে সুন্দর ছবি আঁকা।
খড় জড়ো জড়ো করে রেখেছে;
খালে-বিলে বাঁধা নৌকা আছে।
কেউ উঠছে নৌকায়, কেউ যাচ্ছে;
মালামাল নিয়ে অজানা গাঁয়ে ছুটছে।
সোনালী ধান কেঁটে নিয়েছে ঘরে;
খোলা প্রান্তর খুটে খায় কবুতরে।
বুনেছে রঙিন শাকসবজি, উঁচু সারি;
কলসে ভরে জল, পরেছে শাড়ি।
কুয়াশায় দেখা যায় না দূরে
ভিজে আছে ঘাস ঠান্ডা শিশিরে।
এমন সুন্দর গ্রামে আমার বাড়ি;
কতদিন যাইনা ব্যস্ত শহর ছাড়ি।
03.11.2022

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



