ওরা সন্দেহ তৈরি করেছে আমার
এখনও চেষ্টা রত, কৌশলে আবার।
হিমশিম খাচ্ছি, মোকাবিলা করতে করতে
মনোরোগ হয়েছে তাই, পরিবর্তন মনেতে।
সেজন্য আজ খুব স্বীয় নিঃস্ব
কোনো কাজেই সফল হইনি স্ব।
কিন্তু হার মানতে রাজি নই
তবুও পড়ছি উত্তম কিছু বই।
যদি হওয়া যায়, তবেই উচিত...
তখনই হবে আমার জীবনে জিৎ।
কোনোভাবে ওদের ইচ্ছে হয় না
মাগনাও শিখতে চায় না-অজানা!
04.11.2022
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



