নিরসন করতে চাই হৃদয়ের যাতনা-
একজন তরুণী-ই পারে, আজেবাজে কল্পনা!
অসম্ভব হয়েছে কারণ পারদর্শী না
তাই কী পাবো না, না?
মনঃপূত প্রতিশ্রুতি দিয়েছে নিখিল রব
তার চাওয়ার মতো করি কলরব।
ধৈর্য্য ধরে আছি চেয়ে জানো
তুমি যদি তাকে সত্যি মানো!
নিশ্চয় সাড়া দেবে, নিঃসঙ্গ সবখানে
কেমন সব অনুভূতি স্বপ্নের কাননে।
হাত ধরো চলো বাচিঁ একসাথে
সুনিশ্চিত বিজয়, সুখ সাথে সাথে।
সবাই বলছে সম্পাদন করো মিলবে
তুমি সানন্দে এলেই সম্ভব হবে।
চেষ্টা কমতি নেই সম্পদশালী হতে
হচ্ছে না, হচ্ছে না তাতে।
এতো উপহাস, ঠাট্টা, বিদ্রুপ, অবহেলা
এগুলো ভেবে ভেবেই যায় বেলা।
উত্তরা, ঢাকা।
১৬.০৬.২০২৩
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




