মনঃপূত ছিল তার দেয়া প্রতিশ্রুতি
ঠিকঠাক কাজ করেনি আমার মতি।
শেখানো কথা হুবহু বলতে পারিনি
কৌশলে করেছে বের, সুযোগ রাখেনি।
দিন শেষে আবার আমি ব্যর্থ
পেরে উঠছি না কেন যথাযথ!
আমারও স্বপ্ন আছে বেঁচে থাকার
হেরে যাচ্ছি কেন প্রতিবার-বারবার।
আমারও জিততে ইচ্ছে হয় জানো?
কিছুই হয়নি এখনো, আমায় শোনো।
সুন্দর সুন্দর লাগে, ভালো ভালো
দিনদিন একা থেকে মন কালো।
খালি আছে হৃদয় কে চাও
নয়তো হবো একদিন নিশ্চিত উধাও।
উত্তাল সাগর করেছি পাড় যৌবনে
ফুল ফোটেনি, অজানা আমার কাননে।
০৬.০৬.২৩
উত্তরা, ঢাকা।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




