তামাশা
সাইফুল ইসলাম সাঈফ
কত যে দেখেছি রূপের তামাশা
দূষিত চিন্তা, বাড়ায় কেবল হতাশা!
আমরা সবাই সুবাস পছন্দ করি
সুন্দর দেখে দেখে আমরাই মরি!
সম্পর্কে আবদ্ধ তবুও আকষর্ণ বহুরূপে
কল্পনা করে যাই চুপে চুপে!
ফুলও সুন্দর ফলও সুন্দর তবে
হতে হয় সুবাসিত, সুমিষ্ট ভেবে!
উত্তরা, ঢাকা।
০১.১২.২০২৩
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


