মানুষ
সাইফুল ইসলাম সাঈফ
পিতা আর মাতা, দুইজনের মিলনে
জন্ম নিলো সন্তান, শ্রেষ্ঠ চলনে।
তারাই বিভক্ত হলো দলে দলে-
খারাপ না, এটা পরিচয়, ফলে;
সৃষ্টি হলো জাতি, গোত্র, বর্ণে
নানা রকম, বিভিন্ন মতামত ধরণে।
তাই আমরা সবাই এক, সৃষ্ট
সুখ, হাসি, আর দুঃখ, কষ্ট!
যে যাই হোক মরি বাঁচি
প্রত্যেকের কিন্তু যে একই সূচি।
উত্তরা, ঢাকা।
২৬.০৯.২০২৩
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


