২০১৪ সাল
সাইফুল ইসলাম সাঈফ
২০১৪ সাল! ভাবতাম পছন্দের শীর্ষে
সংযত, ভদ্র, শিষ্ট, ছিলাম বীর্যে!
একা থেকে থেকে শুধু চিন্তা
কল্পনা করে করে চাইতাম জিতা!
বাস্তবের পথেও চলে এসেছি ফিরে
জয়ী হতাম, যদি পেতাম তারে!
না পেয়ে হারিয়েছি জীবনের ভারসাম্য
চেষ্টা করছি এই সাইফুল অদম্য!
লড়তে লড়তে অনেক সময় নষ্ট
যার কারণে বেড়ে গেছে কষ্ট!
সব ভুলতে হলে তোমায় প্রয়োজন
ছেড়ে গেছে আমার সকল আপন!
যে চাও সঙ্গী হতে এসো
খাঁটি আনাড়ি জমা লাভ, ভালোবাসো!
ঝামেলা হীন বসবাস কর একসাথে
উঠবো প্রতিদিন দুজনে স্নিগ্ধ ঊষাতে!
উত্তরা, ঢাকা।
১৯.১২.২০২৩
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


